টাইমলাইনবিনোদন

চাঁদপানা মুখের আড়ালে কেচ্ছার বাসা! মধুচক্র থেকে মাদক পাচার করে কেলেঙ্কারি ঘটিয়েছেন এই তারকারা

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) মানেই গ্ল্যামার সর্বস্ব একটা জগৎ। এ ধারণা এখন আর মনে পুষে রাখেন না কেউই। বাইরের চাকচিক্য দিয়ে অন্দরের কালিটা ঢাকার বলিউডের প্রাণপণ চেষ্টা ধরা পড়ে গিয়েছে আমজনতার চোখে। আর এর জন্য দায়ী ইন্ডাস্ট্রিরই অভিনেতা অভিনেত্রীরা। নিজেদেরই টেনে নামিয়ে বলিউডের নাম খারাপ করেছেন তারা।

crockex

টাকা রোজগারের জন্য, খ্যাতি পাওয়ার জন্য অভিনয়ের বাইরে বড়সড় কুকীর্তি ঘটিয়ে বসেছিলেন কিছু নায়িকা। এহেন কেচ্ছা বহু যুগ ধরে চলে আসছে বলিউডে। এর জেরে জেলও খেটেছেন নামী তারকারা। কে কে রয়েছেন তালিকায় চোখ বুলিয়ে নিন-

মধুবালা,রিয়া চক্রবর্তী,সোনালি বেন্দ্রে,বলিউড,মধুচক্র,মাদক ব্যবসা,madhubala rhea chakraborty,sonali bendre,bollywood,honey trap,drug,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

মধুবালা– হিন্দি সিনে ইন্ডাস্ট্রি যতজন সুন্দরী অভিনেত্রী পেয়েছে তাদের মধ্যে মধুবালার নাম আসে সর্বাগ্রে। মানবী রূপে সৌন্দর্যের দেবী ছিলেন তিনি। শোনা যায়, খোদ দিলীপ কুমার প্রেমে পড়েছিলেন মধুবালার। কিন্তু বলিউডের ‘আনারকলি’র জীবনেও কেলেঙ্কারি রয়েছে। বলিউডের এক প্রযোজক আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন তাঁর বিরুদ্ধে। আগাম টাকা নিয়ে ছবি না করার অভিযোগ উঠেছিল মধুবালার বিরুদ্ধে। সে টাকা ফেরাতে অস্বীকার করায় জেলে যেতে হয়েছিল তাঁকে।

মধুবালা,রিয়া চক্রবর্তী,সোনালি বেন্দ্রে,বলিউড,মধুচক্র,মাদক ব্যবসা,madhubala rhea chakraborty,sonali bendre,bollywood,honey trap,drug,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

শ্বেতা বাসু প্রসাদ– ২০০২ সালে প্রথম বড়পর্দায় সুযোগ পান শ্বেতা। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘মাকড়ি’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। ‘মাকড়ি’ ছবির জন্য সেরা শিশু শিল্পীর ক্ষেত্রে জাতীয় পুরষ্কারও পান তিনি। ২০১৪ সালে হায়দ্রাবাদের একটি হোটেল থেকে যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শ্বেতাকে গ্রেফতার করে পুলিস। জেল খাটতে হয় তাঁকে।

sonali bendre

সোনালি বেন্দ্রে– বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সোনালি। এখন আর সিনেমা না করলেও তাঁর খ্যাতি কমেনি। তবে তাঁর জীবনেও রয়েছে এক কালো অতীত। একটি ম‍্যাগাজিনের জন‍্য ফটোশুট করেছিলেন তিনি। সেখানে হলুদ রঙের একটি ছোট কুর্তি পরে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। কুর্তিতে ওম ও ওম নমঃ শিবায় লেখা ছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন‍্য ১৯৯৮ সালে জেলে যেতে হয় তাঁকে।

মধুবালা,রিয়া চক্রবর্তী,সোনালি বেন্দ্রে,বলিউড,মধুচক্র,মাদক ব্যবসা,madhubala rhea chakraborty,sonali bendre,bollywood,honey trap,drug,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

মমতা কুলকার্নি– ২০১৬ তে মমতা ও তাঁর স্বামী ভিকি গোস্বামীকে মাদক মামলায় গ্রেফতার করা হয়। জানা যায়, মুম্বইতে মাদকের কারবার ছিল মমতার স্বামীর। ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই একটি কারণে কেরিয়ার শেষ হয়ে যায় মমতার। পরে বলিউড ছেড়ে দেন তিনি।

মধুবালা,রিয়া চক্রবর্তী,সোনালি বেন্দ্রে,বলিউড,মধুচক্র,মাদক ব্যবসা,madhubala rhea chakraborty,sonali bendre,bollywood,honey trap,drug,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

রিয়া চক্রবর্তী– তালিকায় রিয়ার নাম থাকবে না তা হতেই পারে না। সুশান্ত সিং রাজপুতকে মাদক দেওয়ার অভিযোগে ২০২০ সালে গ্রেফতার হন তিনি। সুশান্তের রহস্যমৃত্যুতে অন্যতম অভিযুক্তও ছিলেন তিনি। জেল থেকে বেরোনোর পর আর কোনো ছবিতে দেখা যায়নি রিয়াকে।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker