আমির ঘরানার স্বর্ণযুগ, বড়দিনে মুক্তি পাওয়া এই ৫ ছবি কাঁপিয়েছিল বক্স অফিস

বাংলাহান্ট ডেস্ক : বিনোদনের কী আর দিনকাল হয়? বছর ভরই তো মুক্তি পাচ্ছে নানান ছবি। তবে বছরের কিছু কিছু বিশেষ সময়ে উৎসব উপলক্ষে মুক্তি পায় কিছু ছবি। বড়দিন বা ক্রিসমাস (Christmas Movies) যেমন একটি উৎসবের সময়। প্রতি বছর এই সময়ে বেশ কিছু বলিউড ছবি রিলিজ হয়।

আমিরের এই ৫ ছবি মুক্তি পেয়েছিল ক্রিসমাসে (Christmas Movies)

একটা সময় ছিল যখন ক্রিসমাসের (Christmas Movies) এই সময়টা ছিল আমির খানের। বড়দিন উপলক্ষেই মুক্তি পেত তাঁর ছবি। মিস্টার পারফেকশনিস্ট এর ছবি মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়ত দর্শক। তাঁর কেরিয়ারে রয়েছে বহু হিট। এর মধ্যে ক্রিসমাসে (Christmas Movies) মুক্তি পাওয়া কিছু ব্লকবাস্টার হিট ছবির তালিকা রইল এই প্রতিবেদনে।

These Christmas movies were hit for aamir khan

দঙ্গল– এই তালিকায় প্রথমেই আসবে দঙ্গল এর নাম। আমিরের কেরিয়ারের সবথেকে সফল ছবি এটি এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর (Christmas Movies) মুক্তি পায় দঙ্গল। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি তৈরি হয়েছিল মহাবীর সিং ফোগাটের জীবন কাহিনি নিয়ে। গ্লোবাল বক্স অফিসে ছবিটির আয় ১৯৭০ কোটি টাকা, যে রেকর্ড এখনো পর্যন্ত কোনো ভারতীয় ছবি ভাঙতে পারেনি।

থ্রি ইডিয়টস– আমিরের কেরিয়ারের আরো একটি অন্যতম সফল এবং জনপ্রিয় ছবি। চেতন ভগতের কাহিনি নির্ভর কয়েকজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণদের গল্প উঠে এসেছিল ছবিটিতে। ২০০৯ এর ২৫ শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল থ্রি ইডিয়টস। বিশ্ব বক্স অফিসে ছবিটির আয় ৪৬০ কোটি টাকা।

পিকে– ধর্মের নামে ব্যবসা ফেঁদে বসা ভণ্ডদের জারিজুরি ফাঁস করে দেওয়ার গল্প পিকে। হাসির মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানী। ২০১৪ সালের ১৯ শে ডিসেম্বর (Christmas Movies) মুক্তি প্রাপ্ত ছবিটি সিনেপ্রেমীদের অন্যতম প্রিয় ছবিগুলির মধ্যে একটি। বিশ্ব জুড়ে মোট ৭৯২ কোটি টাকা আয় করেছিল পিকে।

আরো পড়ুন : বছর কাঁপাল হরর-কমেডি, ২৬ টি ফ্লপ নিয়ে ১২ বছর পর রেকর্ড বলিউডের! কত আয় হল ২০২৪-এ?

গজনি– ২০০৮ সালের ২৫ শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল গজনি। ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটি সারা বিশ্বে ১৯২ কোটি টাকা আয় করেছিল। ছবিতে (Christmas Movies) আমিরের বিপরীতে ছিলেন আসিন।

আরো পড়ুন : ছোট্ট সুইমসুটে হলুদ পরী, বালি নিয়ে খেলতে ব্যস্ত ইয়ালিনী, বছর শেষে কোথায় গেলেন রাজ-শুভশ্রী?

ধুম থ্রি– জনপ্রিয় ধুম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে অভিনয় করেছিলেন আমির। ২০১৩ সালের ২০ শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। বিশ্বব্যাপী প্রায় ৫৫৮ কোটি টাকা আয় করেছিল এই ছবি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর