প্রথমবার IPL কাঁপাতে চলেছে এই পাঁচ তরুণ তারকা, দেখুন কোন দলের জার্সি গায়ে তারা মাঠ কাঁপবে

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে 2020 আইপিএল। আর এই মরশুমে আইপিএলে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা এবার প্রথম আইপিএল খেলছেন। এবার নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি দল তাদেরকে প্রথমবার নিজেদের দলে নিয়েছে। তবে প্রথমবার আইপিএল খেললেও তারা ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক এমন কোন পাঁচ জন ক্রিকেটার যারা এবার প্রথমবার আইপিএল খেলতে চলেছেন।

জোস ফিলিপি: এই অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যানকে এবার আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে। ইতিমধ্যে বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জোস ফিলিপে। সেই কারণেই কুড়ি লক্ষ টাকার বিনিময় এই অজি ক্রিকেটারকে নিজেদের দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ঈশান পোড়েল: এই 22 বছর বয়সী বাংলার পেসারকে এবার নিজেদের দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। 2018 সালে u-19 বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ঈশান পোড়েল। এছাড়াও এই মুহূর্তে তিনি বেঙ্গল ক্রিকেট দলের বোলিংয়ে অন্যতম প্রধান ভরসা। এই বঙ্গ সন্তান একটানা 140 কিলোমিটার বেগে বল করে যেতে পারেন। সেই কারণে এবার ঈশান পোড়েলকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

টম ব্যান্টন: এই বিধ্বংসী টি-২০ স্পেশালিস্ট ব্যাটসম্যানকে এবার আইপিএল নিলামে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের এই তরুণ ব্যাটসম্যান ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়া জাগানো পারফরম্যান্স করেছে।

2020 8image 17 08 311030370iplyoungplayer

রাবি বিশ্নোই: এই তরুণ ভারতীয় লেগ স্পিনার 2019-20 u-19 বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এবার এই তরুণ ভারতীয় লেগ স্পিনারকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

জশশ্রী জয়সওয়াল: 2019-20 u-19 বিশ্বকাপে দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। 123 এভারেজে মোট 400 রান করেছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজও হয়েছিলেন তিনি। এই তরুণ ভারতীয় ব্যাটসম্যানকে এবার নিজেদের দলে নিয়েছে রাজস্থান রয়ালস।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর