বাস্তু মতে সকালে করুন এই কাজগুলি, বদলে যাবে জীবন

আমরা অনেকেই সকাল বেলায় ঘুম থেকে উঠে নির্দিষ্ট কিছু কর্মে লিপ্ত হই ফেংশুই বলছে আমাদের সকালবেলা উঠে কাজগুলি আমাদের সারাটা দিন কেমন যাবে তা নির্ধারণ করে দেয়।  ফেংশুই মতে মহিলা এবং পুরুষেরা  সকালবেলা উঠে কিছু কাজ করলে তাদের নিজেদের এবং পরিবারের জন্য অত্যন্ত সুখকর হয়।  আসুন জেনে নিই এই কাজ গুলি কি কি

top view young couple sleeping embracing top view young couple sleeping embracing bed 155815740

  • জল খাওয়া আমাদের প্রত্যেকের পক্ষেই অত্যন্ত জরুরী নির্দিষ্ট নির্দিষ্ট পরিমান জল প্রতিদিন না খেলে আমাদের নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে স্বাস্থ্য ঠিক রাখতে তাই খালি পেটে চা খাওয়ার আগেও খাওয়া উচিত জল।
  • বাস্তুশাস্ত্র মতে সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন সম্পূর্ণ উদ্যোগের সাথে কাজ করা যায় যদিও এই রীতিটি আমাদের দেশে বহু প্রাচীন কাল ধরে চলে আসছে সকালে স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় কাজের শক্তি ও পাওয়া যায়
  • শুধু মহিলা বললেই নয় বাস্তুশাস্ত্র বলছে প্রত্যেক মানুষেরই সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিট হলো জোগাড় করা প্রয়োজন এর ফলে শারীরিক সক্ষমতা যেমন বাড়ে তেমনি বারে মানসিক শক্তি ও
  • হিন্দু মতে প্রতিদিন তুলসী পূজা করা উচিত বাস্তুশাস্ত্র বলছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 215 পড়লে সারাটা দিন ভাল যায় এবং বাড়িতে কোনো অভাব থাকে না
  • প্রতিদিন সকালে উঠে খানিক্ষন গান শোনা বা সংগীত চর্চার কথাও বলেছে বাস্তু শাস্ত্র। গান শুনলে সারা দিন মন ভালো থাকে। কাজে উৎসাহ পাওয়া যায়।

সম্পর্কিত খবর