প্রধানমন্ত্রী হয়েও লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলন করতে পারেননি এই দুজন! পেছনে রয়েছে এই কারণ

বাংলা হান্ট ডেস্ক: দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদ হল প্রধানমন্ত্রী (Prime Minister)-র পদটি। এই পদে আসীন হয়ে একাধিক ঐতিহাসিক কাজের সাথে সংযুক্ত হওয়া যায়। তাই, রাজনীতিতে যোগদান করার পর প্রত্যেকের কাছেই এই পদটিকে ঘিরে একটি স্বতন্ত্র স্বপ্ন থাকে। এমনকি, দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লার প্রাচীরে তেরঙ্গা উত্তোলনেরও সুযোগ পান। পাশাপাশি, জাতির উদ্দেশ্যে দেওয়া হয় ভাষণও।

এমতাবস্থায়, চলতি বছরের স্বাধীনতা দিবসেও (Independence Day) তার কোনো ব্যতিক্রম ঘটেনি। মূলত, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা নবম বারের জন্য লাল কেল্লায় (Red Ford) পতাকা উত্তোলন করেছেন। স্বাভাবিকভাবেই, দেশের প্রত্যেক প্রধানমন্ত্রীর কাছেই এটি অত্যন্ত গর্বের একটি বিষয়। তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্বাধীন ভারতের ইতিহাসে দু’জন প্রধানমন্ত্রী দেশের শাসনভার গ্রহণ করলেও লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলনের সুযোগ পাননি। সেই দুই প্রধানমন্ত্রী হলেন গুলজারীলাল নন্দা ও চন্দ্রশেখর। বর্তমান প্রতিবেদনে সেই তথ্যই বিস্তারিতভাবে উপস্থাপিত করা হল।

   

গুলজারিলাল নন্দা দু’বার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ১৩ দিন করে মোট দু’বার শাসনভার গ্রহণ করেন। প্রথমবারের মতো, ১৯৬৪ সালের ২৭ মে থেকে ৯ জুন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পাশাপাশি, ১৯৬৬ সালের ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন। কিন্তু তাঁর এই কার্যকালের দুই মেয়াদেই ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস আসেনি। আর সেই কারণেই তিনি লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলন করতে পারেন নি।

red fort,flag,India,national,National Flag,Gulzarilal Nanda,Narendra Modi,Indira Gandhi,Jawaharlal Nehru,Chandra Shekhar,Prime Minister

জানিয়ে রাখি যে, গুলজারিলাল নন্দা দু’বার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর তিনি প্রথমবারের মতো ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন। পাশাপাশি, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বারের জন্য তাঁকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হয়। এমতাবস্থায়, উভয় ক্ষেত্রেই যতক্ষণ না পর্যন্ত কংগ্রেস অন্য কোনো কংগ্রেস নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিচ্ছিল ততদিনের জন্য ওই দায়িত্ব পান তিনি।

এদিকে, চন্দ্রশেখর হলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি লালকেল্লা থেকে তেরঙ্গা উত্তোলনের সুযোগ পাননি। মূলত, চন্দ্রশেখর ১৯৯০ সালের ১০ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২১ জুন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এমতাবস্থায় তাঁর কার্যকালেও আগস্ট মাস ছিল না। সেই কারণে তিনিও লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলন করতে পারেন নি।

red fort,flag,India,national,National Flag,Gulzarilal Nanda,Narendra Modi,Indira Gandhi,Jawaharlal Nehru,Chandra Shekhar,Prime Minister

প্রসঙ্গত উল্লেখ্য, লাল কেল্লা থেকে তেরঙ্গা উত্তোলনের রেকর্ড নেহরুর নামেই রয়েছে। জওহরলাল নেহেরু ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ১৯৬৪ সালের মে মাস পর্যন্ত টানা ১৭ বার তেরঙ্গা উত্তোলন করেছিলেন। ঠিক তাঁর পরেই রয়েছে ইন্দিরা গান্ধীর নাম। তিনি তাঁর মেয়াদে ১৬ বার তেরঙ্গা উত্তোলন করেছিলেন। এমতাবস্থায়, মনমোহন সিং লাল কেল্লা থেকে ১০ বার পতাকা উত্তোলন করেন।

পাশাপাশি, অ-কংগ্রেসীয় প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশিবার লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অটল বিহারী বাজপেয়ী এই কাজটি করেছেন ৬ বার। অটল বিহারী বাজপেয়ী তাঁর প্রথম কার্যকালের মেয়াদে তেরঙ্গা উত্তোলনের সুযোগ পাননি। কিন্তু দ্বিতীয়বারে তিনি তেরঙ্গা উত্তোলন করেছিলেন ৬ বার। আপাতত ২০১৪ সাল থেকে লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলন করছেন প্রধানমন্ত্রী মোদী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর