এই দুই রাশির ওপর থাকে শনি দেবের বিশেষ কৃপা

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে যে 12 টি রাশি কি রয়েছে তাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব অধিপতি। এরমধ্যে কুম্ভ ও মকর রাশির   অধিপতি শনি দেব।  শনিদেব কারোর প্রতি রুষ্ট হলে তিনি অনেক দুর্দশা ভোগ করেন। কিন্তু এই দুটি রাশির ওপর শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি বজায় থাকে।
মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্ম কুণ্ডলীতে যদি শনি গ্রহ অঞ্চলে অবস্থান করেন তবে তাদের ভাগ্য বদলে যেতে পারে। শনি দেবের কারণেই শনি গ্রহের কারণেই এই দুটি রাশির চারিত্রিক বৈশিষ্ট্য একটু ভিন্ন ধরনের


মকর রাশি
এই রাশির জাতক-জাতিকারা একটু বিলাসিতা পছন্দ করেন। বিভিন্ন বিলাসবহুল জিনিস কিনতে তাদের জুড়ি মেলা ভার।
সাধারণত গম্ভীর হন সহজে কারো সাথে বন্ধুত্ব করতে চান না।
মকর রাশির লোকেরা ঈশ্বর বিশ্বাস রাখেন ভাগ্য তাদের অগাধ ভরসা।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা বেশ বুদ্ধিমান। একই সাথে তাদের ব্যবহার অত্যন্ত ভালো।  জীবনকে স্বাধীনভাবে নিজের পথে চালনা করতে পছন্দ করেন।
কুম্ভ রাশির লোকেরা বন্ধুত্বের ব্যাপারে মকর রাশির লোকেদের ঠিক উল্টো। এরা খুব সহজেই বন্ধুত্ব তৈরি করেন সব ধরনের মানুষের সাথে।

কুম্ভ রাশির লোকেরা সাহিত্য কলা ও সংগীতানুরাগী হন একই সাথে দানে

সম্পর্কিত খবর