হাওড়ার এক বস্তিতে মিলল একসাথে ৩২ জন করোনা রোগী, সীল করা হল পুরো এলাকা

বাংলাহান্ট ডেস্ক : হাওড়া(Howrah) ও কলকাতার(Kolkata) করোনা(corona) সংক্রমণের মাত্রা প্রথম থেকেই প্রশাসনের কাছে চিন্তা হয়ে এসেছে এর মধ্যে পুর এলাকার হরিজন(Harijan) বস্তিতে এক সঙ্গে ৩২ জনের করোনা নতুন চিন্তা বাড়িয়েছে। কাউকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্তদের হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। রাজ্যের সমবায় মন্ত্রী ও মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় গোটা এলাকার সিল করার কথাও জানিয়েছেন।

   

হাওড়ায় এই  করোনা সংক্রমন উদ্বেগ বাড়িয়েছে সবার 

নতুন করে হাওড়ায় এই  করোনা সংক্রমণের খবরে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসন মহলের। কিছু দিনে আগে হাওড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ওই বস্তির একজনের শরীরে করোনা পজেটিভ মেলে এরপরে বাকিদের লালারস পরীক্ষা করার হয়। রিপোর্ট আসার পর ৩২ জনের শরীরে করোনাভাইরাসের পাওয়ার খবর আসে। তাদের প্রত্যেককেই পাঠানো হয়েছে আইসোলেশনে।

এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা

রাজ্যের স্বাস্থ্য দফতরের মাথাব্যাথার কারণ এই নতুন করে করোনা সংক্রমন। হরিজন বস্তিতে এই সংক্রমণের খবরে এলাকার লোকেরা যথেষ্ট আতঙ্কিত। এলাকার সিল করার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার জন্য ভলেন্টিয়ার রাখা হয়েছে। করোনা সংক্রমণ ধরা পড়ার পর তাঁদের আর কাজ করতে দেওয়া হচ্ছে না এলাকার মধ্যে যাতে কেউ বেরোতে না পারে সেই দিকেও নজর রাখা হয়েছে।

সম্পর্কিত খবর