অভিনেতা অম্বরীশের অভিনয়ের পাশাপাশি এবার এক অন্য পরিচয় প্রকাশ্যে আসছেন তিনি

 

বাংলা হান্ট ডেস্ক : অম্বরীশ ভট্টাচার্যের প্রাথমিক পরিচয় তিনি একজন অভিনেতা কিন্তু তার পাশাপাশি ব্যক্তি হিসাবে তাঁর গানের জন্যও তিনি বেশ পরিচিত।কেউ কেউ শুনেছেন তাঁর নাটকের গান। কিন্তু প্লেব্যাক? না! তবে এ বার সেই সুযোগই করে দিলেন অঞ্জন দত্ত।

4f1dc img 20190618 wa0012

তাঁর আসন্ন ছবি ‘সাহেবের কাটলেট’। সেখানেই প্রথম বার প্লেব্যাক করছেন অম্বরীশ। এই মিউজিক্যাল কমেডি ঘরানার ছবির শুটিং শুরু হবে জুলাইয়ে। তার আগে চলতি মাসের শেষে হবে গানের রেকর্ডিং। অম্বরীশ বললেন, ‘‘এই ছবিতে আমার উকিলের চরিত্র। আমি আর কাঞ্চনদা দু’পক্ষের উকিল। ডায়লগ বলতে বলতেই গান গেয়ে ওঠেন চরিত্ররা।সিচুয়েশন অনুযায়ী টুকরো টুকরো অনেক গান আছে। প্যারোডি আছে। অঞ্জনদা লিখেছেন। নীল সুর করেছে। কিছু বাউল আঙ্গিকের গানও রয়েছে।’’এবার অভিনেতা অম্বরীশ এর পাশাপাশি গায়ক অম্বরীশকেও কীভাবে মানুষ গ্ৰহন করে তাই দেখার বিষয়।

সম্পর্কিত খবর