বাংলাহান্ট ডেস্ক : দু বছর পার করেও লাগাতার চর্চায় রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) ধারাবাহিক। জি বাংলার সিরিয়ালটিতে ইতিমধ্যেই এসেছে বড়সড় এক বদল। গল্প এক ধাক্কায় এগিয়ে গিয়েছে বেশ কয়েক বছর। অস্ত্রোপচারে গলদের জেরে এখনো চলৎশক্তিহীন হয়ে রয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri)। অন্য দিকে তার মেয়ে দুর্গা এখন বড় হয়ে গিয়েছে। যদি নিজের মা বাবার সঙ্গে এখনো পরিচয় হয়নি তার।
কী চলছে জগদ্ধাত্রীতে (Jagadhatri)
জন্মের পর থেকেই প্রাণ সংশয় রয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri) স্বয়ম্ভূর মেয়ে দুর্গার। তাই রাজনাথ লুকিয়ে তাকে রেখে আসে অনাথ আশ্রমে। সেখানেই বড় হয়ে উঠেছে দুর্গা। আর ৩৫ দিন পরেই মুখার্জী কোম্পানির মাথায় বসানো হবে তাকে। কিন্তু ততদিন পর্যন্ত যাতে মুখার্জীরা দুর্গার খোঁজ না পায় আর দুর্গাও তার আসল পরিচয় না জানতে পারে তার চেষ্টা করছে কৌশিকী মেনন।
কাকে দেখা যাবে দুর্গার নায়ক হিসেবে: এদিকে দুর্গাও জগদ্ধাত্রীর (Jagadhatri) মতোই প্রতিবাদী, মারকুটে স্বভাবের হয়েছে। কিন্তু তাঁর নায়ক হিসেবে কাকে দেখা যাবে সিরিয়ালে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে। মাঝে শোনা গিয়েছিল, অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে দেখা যাবে দুর্গার নায়ক হিসেবে। কিন্তু তিনি ইতিমধ্যেই সান বাংলার নতুন সিরিয়াল ‘শোলক সারি’তে মুখর চরিত্রে রয়েছেন। তাই তাঁর বদলে এবার উঠে আসছে অন্য একটি নাম।
আরো পড়ুন : সুদীপ্তা আসতেই রচনার TRP ডাউন, কোথায় কীভাবে যাবেন ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’এর অডিশনে?
জি বাংলার জনপ্রিয় নায়ক তিনি: অভিনেতা সায়ন মুখোপাধ্যায়, গুঞ্জন বলছে তাঁকেই দেখা যেতে পারে জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালে নতুন নায়ক হিসেবে। এর আগে ফিরকি, রূপসাগরে মনের মানুষ এর মতো সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে গুঞ্জন জোরালো হলেও এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি জগদ্ধাত্রী (Jagadhatri) নির্মাতাদের তরফে। তাই আগামীতে সিরিয়ালে কী হয় তা জানা যাবে সময় গড়ালেই।
আরো পড়ুন : বিরাট রদবদল স্টার জলসায়, ভালো টিআরপি সত্ত্বেও স্লট লিডার মেগা ছাড়ছেন নায়িকা!
প্রসঙ্গত, সম্প্রতি সিরিয়ালে দেখা গিয়েছে হাসপাতালে গিয়েই হঠাৎ দুর্গা দেখা পায় জগদ্ধাত্রীর (Jagadhatri)। এই মহিলাকে হুবহু তার মতো দেখতে কী করে হয়, এই প্রশ্ন ঘিরে ধরে দুর্গাকে। শুধু তাই নয়, জগদ্ধাত্রী (Jagadhatri) স্বয়ম্ভূর পিছু করতে করতে মুখার্জী বাড়িতেও এসে পৌঁছায় দুর্গা। তারপর অনাথ আশ্রমে সে খুঁজে পায় জগদ্ধাত্রী স্বয়ম্ভূর পুরনো ছবি। এবার কি তবে মুখোমুখি হবে জগদ্ধাত্রী (Jagadhatri) দুর্গা? এর উত্তর মিলবে আসন্ন পর্বে।