এই সুন্দরী অভিনেত্রী কোন ভারতীয় তারকা ক্রিকেটারের গার্লফ্রেন্ড জেনে নেওয়া যাক

 

বাংলা হান্ট ডেস্ক : এই দক্ষিণী অভিনেত্রী কাজ করেন মলয়ালম, তেলেগু ও তামিল ছবিতে।তার ওপর এই ক্রিকেট বিশ্বকাপের সময়, ক্রিকেটারদের সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন তাদের প্রেমিকা, স্ত্রীয়েরা৷ এর মধ্যেই ইনস্টাগ্রামে উত্তাপ ছড়াচ্ছেন অনুপমা পরমেশ্বরণ৷এই দক্ষিণী অভিনেত্রীর রয়েছে আরও একটি পরিচয়৷ এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর পেসারের প্রেমিকা তিনি৷

 

প্রসঙ্গত ১৮ ফেব্রুয়ারি, ১৯৯৬ কেরলের ইরিঞ্জালাকুলায় জন্ম অনুপমার৷ ২২ বছরের অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট২ ইঞ্চি৷ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পাশ করার পর কোট্টায়ামের সিএমএস কলেজ থেকে কমিউনিকেটিভ ইংলিশে বি.এ পাশ করেন অনুপমা৷বহু তামিল ছবিতে নজর কেড়েছেন তিনি।

ecffa img 20190618 wa0010

জানা যায় ২০১৫ সালে মালায়লি ছবি প্রেমম দিয়ে অভিনয় জগতে পা রাখেন অনুপমা৷ তেলুগু ছবি আ আ(২০১৬) ও তামিল ছবি কোড়ি(২০১৬)-তেও অভিনয় করেছেন তিনি৷এছাড়াওপ্রেমম ও আ আ ছবির জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি৷ আইআইএফএ উৎসভম-এ সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি৷এবং এই মুহূর্তে তাকে জড়িয়ে সবথেকে ঘটনা হল তিনি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ-র প্রেমিকা৷

সম্পর্কিত খবর