ঘুমিয়ে ঘুমিয়ে লাখপতি! সেরা ঘুমকাতুরে হয়ে বাঙালি যুবতী জিতলেন পাঁচ লক্ষ টাকা

বাংলাহান্ট ডেস্ক : যারা ঘুমোতে ভালবাসেন তাদেরকে অনেকেই কুম্ভকর্ণ নামে বদনাম করে থাকেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যে কোন জায়গাতেই যে কোন অবস্থাতে ঘুমিয়ে পড়তে পারেন। আপনি হয়তো বিশ্বাস করবেন না এই ঘুমের জন্যই এক বাঙালি যুবতী জিতলেন পাঁচ লক্ষ টাকা।অপরের ঘুম যাদের “সহ্য” হয় না তাদের মুখে রীতিমতো ঝামা ঘষে দিলেন তিনি।

ত্রিপর্ণা চৌধুরী হুগলির শ্রীরামপুরের বাসিন্দা।আর পাঁচটা বাঙালির মতোই ঘুম তার প্রিয়।কোনো দিনই তাকে ঘুমের জন্য ওষুধ খেয়ে বা ঘুমপাড়ানি গান শুনে “স্ট্রাগল” করতে হয়নি। সম্প্রতি এক প্রতিযোগিতায় দেশের “সেরা ঘুমকাতুরে” হিসাবে জিতেছেন ৫ লক্ষ টাকার পুরস্কার!

জানা গিয়েছে, বছর খানেক আগে একটি বিখ্যাত ম্যাট্রেস সংস্থা আয়োজন করে ঘুমের প্রতিযোগিতার।ওই প্রতিযোগিতায় নাম দিতে চেয়ে ৬ লক্ষ মানুষ আবেদন করেন।তাদের মধ্যেই একজন শ্রীরামপুরের ত্রিপর্ণা।MBA পড়তে যাওয়ার সুবাদে তিনি জানতে পারেন এই প্রতিযোগিতা সম্বন্ধে। ত্রিপর্ণা জানিয়েছেন,”যখন আবেদন করি তখন জানতাম না এটা ঘুমের প্রতিযোগিতা।বিষয়টা ছিল ইন্টার্নশিপের মতো। পরে জানতে পারি ঘুমানোর জন্যে টাকা দেওয়া হবে!”

আয়োজক সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতাটি হয়েছে ইন্টারভিউ সহ একাধিক পর্বে। ঘুম সংক্রান্ত একাধিক প্রশ্নও ছিল!৬ লক্ষ আবেদনকারীর মধ্যে থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়। তারা জানিয়েছে ,এরপর সেই বেছে নেওয়া ১৫ জনকে সংস্থা একটি করে বিশেষ ম্যাট্রেস দেয়। তাতে লাগানো ছিল স্লিপ ট্র্যাকার। সেই স্লিপ ট্রাকারের মাধ্যমে দেখা হতো একজন প্রতিযোগী কতক্ষণ ধরে ঘুমাচ্ছেন, কেমন ভাবে ঘুমাচ্ছেন। তার সাথে শর্ত ছিল প্রত্যেক প্রতিযোগীকে দিনে অন্তত ৯ ঘণ্টা ঘুমোতেই হবে। সেরা চার প্রতিযোগীকে বেছে নেওয়া হয় ১০০ দিনের পর্বের পর। তাদের মধ্যেই অন্যতম ত্রিপর্ণা।jpg 20220903 194151 0000

ত্রিপর্ণা জানিয়েছেন রাতে অফিস থাকায় তার জন্য এই প্রতিযোগিতাটি কিছুটা হলেও সমস্যাদায়ক ছিল। তাই তাকে দুপুরে ঘুমাতে হতো। এর ফলে মাঝে মাঝে চিৎকার চেঁচামেচিতে তার ঘুম ভেঙ্গেও যেত। এই প্রতিযোগিতার মধ্যে থাকাকালীন নানা মজার অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছেন ত্রিপর্ণা। তিনি জানিয়েছেন,”একবার অংক পরীক্ষা দিতে গিয়ে ঘুমিয়ে পড়ি।৪০ মিনিট পরে ঘুম ভাঙ্গে। একবার স্যাট পরীক্ষার সময়ও ঘুমিয়ে পড়েছিলাম। পরীক্ষক আমাকে ডেকে চা খাইয়েছিলেন।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর