এবার বিক্রি হচ্ছে এই বড় ব্যাঙ্ক! আপনার অ্যাকাউন্ট থাকলে কী হবে?

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে বেশ কয়েকটি ব্যাঙ্ক এবং সরকারি সংস্থা বেসরকারিকরণের পথে অগ্রসর হয়েছে। এদিকে, সম্প্রতি আইডিবিআই (IDBI Bank) ব্যাঙ্ককেও বিক্রি করার কথা ঘোষনা করেছে সরকার। এবার সেই তালিকাতেই আরও একটি ব্যাঙ্ক অন্তর্ভুক্ত হতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার নৈনিতাল ব্যাঙ্ক (Nainital Bank)-এর অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে “ব্যাঙ্ক অফ বরোদা” (Bank Of Baroda)।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যাঙ্ক অফ বরোদার কাছেই নৈনিতাল ব্যাঙ্কের শেয়ারের একটা বড় অংশ (প্রায় ৯৮.৫৭ শতাংশ) রয়েছে। এমতাবস্থায়, গত ১২ ডিসেম্বরে সম্পন্ন হওয়া একটি বোর্ডের মিটিংয়ে ব্যাঙ্ক অফ বরোদা নৈনিতাল ব্যাঙ্কে থাকা নিজেদের অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

নৈনিতাল ব্যাঙ্কের মোট সম্পদের পরিমান: বর্তমানে নৈনিতাল ব্যাঙ্কের কাছে মোট ৬০৭ কোটি টাকার সম্পদ রয়েছে। পাশাপাশি, দেশজুড়ে ১৬৪ টি শাখা রয়েছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশেও ওই ব্যাঙ্কের কয়েকটি শাখা রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫ টি রাজ্যে মোট ৯৪১ জন কর্মচারী কাজ করেছেন ওই ব্যাঙ্কে।

এদিকে, ১৯৭৩ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) নৈনিতাল ব্যাঙ্কের সামগ্রিক বিষয়গুলিকে পরিচালনা করার জন্য ব্যাঙ্ক অফ বরোদাকে নির্দেশ দেয়। আর এই নির্দেশ অনুযায়ী, ওই ব্যাঙ্কটির দায়িত্ব নেয় ব্যাঙ্ক অফ বরোদা। যদিও, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী দিনে নৈনিতাল ব্যাঙ্কের হাতবদল হতে চলেছে।

bob 1547185401

প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯২২ সালে গোবিন্দ বল্লভ পন্থ ও নৈনিতালের বেশি কিছু সম্ভ্রান্তশালী ব্যক্তিদের উদ্যোগে নৈনিতাল ব্যাঙ্কের পথচলা শুরু হয়। তবে, এবার ব্যাঙ্ক অফ বরোদা বোর্ডের মিটিংয়ে এই ব্যাঙ্কের অংশীদারিত্ব ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর