এবার বাজারে ঝড় তুলতে সামনে এল Airtel-এর এই সস্তার রিচার্জ প্ল্যান! প্রতিদিন মিলবে 3GB ডেটা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে Airtel হল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি। এমতাবস্থায়, এই সংস্থাটি তার গ্রাহকদের আরও ভালো পরিষেবা প্রদানের লক্ষ্যে ক্রমাগত নতুন রিচার্জ প্ল্যান সামনে আনছে। এদিকে, Jio-র পরে, সারা দেশে সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে Airtel-এর। সম্প্রতি, TRAI (Telecom Regulatory Authority of India)-এর তরফে প্রকাশিত একটি রিপোর্টে জানা গেছে যে, Airtel-এর বর্তমানে প্রায় 37 কোটি গ্রাহক রয়েছে। তাই, সংস্থাটি তাদের আকর্ষণীয় প্ল্যানের মাধ্যমে এই সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করছে।

জানিয়ে রাখি যে, Airtel শুরু থেকেই তার উন্নত পরিষেবার জন্য পরিচিত। সেই কারণেই এটি দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। পাশাপাশি, Airtel-এর রিচার্জ প্ল্যানের একটি দীর্ঘ তালিকাও রয়েছে। সেক্ষেত্রে গ্রাহকেরা তাঁদের পছন্দ অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারেন।

   

This cheapest recharge plan of Airtel has come in the market

এমতাবস্থায়, আপনি যদি Airtel-এর একজন ব্যবহারকারী হন এবং এমন একটি প্ল্যান চান যেটিতে বেশি ডেটা পাওয়া যায়, সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাকে কোম্পানির একটি দুর্দান্ত মাসিক প্ল্যান সম্পর্কে জানাবো। যেখানে আপনি বেশি ডেটা সহ বিনামূল্যে কল করার সুবিধা পাবেন।

আরও পড়ুন: “ছাত্রীছাত্রীরা একসাথে বসে হাসিঠাট্টা করলেই বাতিল হবে রেজিস্ট্রেশন”, ফতোয়া এই ইসলামিক কলেজের

মূলত, আমরা Airtel-এর যে প্ল্যানের কথা বলছি সেটির দাম হল 399 টাকা। এই প্ল্যানে, ব্যবহারকারীদের 28 দিনের বৈধতা দেওয়া হয় এবং প্রতিদিন 3GB ডেটা উপলব্ধ থাকে। এছাড়াও, গ্রাহকেরা পুরো ভ্যালিডিটি পর্যন্ত STD এবং লোকালে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও পাবেন। পাশাপাশি, সংস্থাটি এই প্ল্যানে প্রতিদিন 100 টি SMS উপলব্ধ করে।

আরও পড়ুন: ২৪ বছরে ১৬ বার ফেল, করতে হয়েছে শ্রমিকের কাজও, এবার সরকারি চাকরি পেয়ে নজির গড়লেন এই ব্যক্তি

এছাড়াও, যদি আমরা Airtel-এর এই প্ল্যানে প্রাপ্ত অন্যান্য সুবিধার কথা বলি, সেক্ষেত্রে ব্যবহারকারীরা HelloTunes-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন এবং এর সাথে Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হয়েছে। এছাড়াও, আপনি 28 দিনের জন্য Airtel এক্সট্রিম প্লে-এর সুবিধাও পেতে পারেন। যেখানে গ্রাহকেরা 15 টি OTT চ্যানেলের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর