পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে সবচেয়ে সফল এই ৫ ভারতীয়! তালিকায় দুটি চমক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan), বর্তমানে দুই দল দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের মুখোমুখি হয় না দুই দেশের মধ্যে থাকা রাজনৈতিক অস্থিরতার কারণে। তাই ক্রিকেটের এই ও বড় প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করার সুযোগ খুব বেশি পান না ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপগুলিতে যখন দুই দেশ একই একে অপরের মুখোমুখি হয় তখন অধীর আগ্রহে টিভির পর্দায় চোখ রাখেন দুই দেশের কোটি কোটি সমর্থকরা। এই ম্যাচে দেশের জার্সি গায়ে ভালো পারফরম্যান্স করতে পারলে রাতারাতি নায়ক হয়ে যান যে কোনও সাধারণ ক্রিকেটার। চলতি বছরে এই দুই দেশ অন্তত দুবার একে অপরের মুখোমুখি হবেন এমনটা সম্ভাবনা রয়েছে। যদিও এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাগ্য এখনও নির্ধারিত হয়নি পুরোপুরিভাবে। এমন পরিস্থিতিতে আমরা দেখে নেব ভারতীয় জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ৫ ব্যাটারকে। এই ক্ষেত্রটি ওডিআই ফরম্যাট থেকেই বাছা হয়েছে। কারণ বাকি দুটি ফরম্যাটের ক্ষেত্রে দুই ভিন্ন প্রজন্ম ভিন্ন ভিন্ন ভাবে বঞ্চিত হয়েছে। নীচে এই সর্বোচ্চ রান সংগ্রহকারীদের রানের পাশাপাশি অন্য জাগাতীয় বিস্তারিত তথ্য তুলে ধরা হলো….

yuvraj vs pak

৫. যুবরাজ সিং বনাম পাকিস্তান
◆ ম্যাচ: ৩৮
◆ রান: ১৩৬০
◆ গড়: ৪২.৫০
◆ স্ট্রাইক রেট: ৯৩.৪৭
◆ শতরান: ১

ganguly cd vs p

৪. সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম পাকিস্তান
◆ ম্যাচ: ৫৩
◆ রান: ১৬৫২
◆ গড়: ৩৫.১৪
◆ স্ট্রাইক রেট: ৭১.৮২
◆ শতরান: ২

azhar

৩. মহম্মদ আজহারউদ্দিন বনাম পাকিস্তান
◆ ম্যাচ: ৬৪
◆ রান: ১৬৫৭
◆ গড়: ৩১.৮৬
◆ স্ট্রাইক রেট: ৬৭.৬৮
◆ শতরান: ২

dravid vs pak

২. রাহুল দ্রাবিড় বনাম পাকিস্তান
◆ ম্যাচ: ৫৮
◆ রান: ১৮৯৯
◆ গড়: ৩৬.৫১
◆ স্ট্রাইক রেট: ৬৭.১৭
◆ শতরান: ২

sachin tendulkar and shahid afridi

১. সচিন টেন্ডুলকার বনাম পাকিস্তান
◆ ম্যাচ: ৬৯
◆ রান: ২৫২৬
◆ গড়: ৪০.০৯
◆ স্ট্রাইক রেট: ৮৭.৪৯
◆ শতরান: ৫

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর