এই সরকার মিথ্যার, লুটপাটের, স্যুট বুটের সরকারঃ রাহুল গান্ধী

বালাহান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সঙ্গে যেন সাপে নেউলে সম্পর্ক। প্রধানমন্ত্রীর কোন সিদ্ধান্তই মেনে নিতে পারেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথম থেকেই কেন্দ্র সরকারের বিরোধিতায় সরব রাহুল গান্ধী।

কৃষক আন্দোলনের বিষয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ
বর্তমানে কৃষি আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কৃষকদের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের বিরোধিতাও করেছেন রাহুল গান্ধী। কেন্দ্র সরকার জানিয়েছিল, এই কৃষি বিলে কৃষকদের অনেক সুবিধা হবে। এতে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। কৃষকদের অনেক মনাফা হবে। কিন্তু তারপরও রাস্তায় বেরিয়ে কৃষকদের আন্দোলনের বিষয়ে রাহুল গান্ধী কেন্দ্র সরকারকে কটাক্ষ করতেও ছাড়েনি।

মিথ্যার সরকার বলে অভিযোগ করলেন রাহুল গান্ধী
সম্প্রতি কেন্দ্র সরকারকে আক্রমণ করে একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, ‘কৃষকদের আয় দ্বিগুণ হবে? এদিকে দেখুন বন্ধুর আয় বাড়ল চারগুণ। কিন্তু কৃষকদের আয় হয়ে গেল অর্ধেক। দ্বিগুণ তো ছাড়, কৃষকদের অবস্থা শোচনীয় হতে চলেছে। এই সরকার মিথ্যার, কৃষকদের সব কিছু লুটে নেওয়ার’।

আক্রমণ করলেন মোদী সরকারকে
সম্প্রতি প্রধানমন্ত্রীর বারাণসি সফরের একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী আক্রমণ করে লেখেন, ‘এদিকে অন্নদাতারা রাস্তায় বসে প্রতিবাদ করছেন, অন্যদিকে ‘মিথ্যা’ মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। কৃষকরা কঠোর পরিশ্রম করেন। এই প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে তারা ঠিকই একদিন ন্যায় বিচার পাবেই। দুর্ব্যবহার, লাঠি চার্জ, কাদুনে গ্যাস প্রয়োগ কোন কিছুই দমাতে পারবে না তাদের। অহংকারের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, কৃষকদের ন্যায় পাইয়ে দিন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর