fbpx
টাইমলাইনলাইফস্টাইল

গল্প হলেও সত্যি, নিজের কিডনি বিক্রি করেই যুবক কিনলো আইফোন

 

বাংলা হান্ট ডেস্ক : ‘আইফোন কিনতে গেলে কিডনি বেঁচতে হবে’ এই কথাটি আমরা মজার ছলে বহুবার বলে থাকি। কিন্তু এই কথাটি কে সত্য প্রমাণ করলেন চীনের এক যুবক।

সম্ভবত, বন্ধুদের মধ্যে রেষারেষি করে এই মারাত্মক কান্ড ঘটায় ওই যুবক। চীনের বাসিন্দা ওই যুবকের নাম জিয়াও। বন্ধুদের মধ্যে কে কত দামি ফোন আনতে পারবে সেই নিয়ে বাজি হয় তাদের মধ্যে। বাড়িতে অনেকবার বলা সত্বেও অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য আইফোন কিনে দিতে রাজি হননি জিয়াওর পরিবার।আর তাতেই ঝোকের বশে এই মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসে জিয়াও।

সে নিজের কিডনি বেঁচার জন্য যোগাযোগ করে এক এজেন্টের সঙ্গে। সেই তাকে কিডনির বিনিময় প্রচুর টাকা দেবে এমন প্রতিশ্রুতি দেয়। যথা সময় হাসপাতালে ভর্তি হয় কিডনি দেয় জিয়াও।

তবে অপারেশনের কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে যায় ওই যুবক। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরিবারের সবাই জানতে পারে বিষয়টি। ডাক্তারি রিপোর্টে জানা যায়, দ্বিতীয় কিডনিটিও অকেজো হয়ে গেছে জিয়াওর। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।

Back to top button
Close
Close