১৯ বছর পর ভেনিস ফিল্ম ফেস্টিভ‍্যালে ভারতীয় ছবি, ভারতের প্রতিনিধিত্ব করবেন এই পরিচালক

বাংলাহান্ট ডেস্ক: জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক চৈতন‍্য তামহানের (chaitanya tamhane) মারাঠি ছবি ‘দ‍্য ডিসিপল’ (the disciple) প্রতিযোগিতার জন‍্য নির্বাচিত হল ৭৭ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ‍্যালে (Venice film festival)। ইভান আইয়ার পরিচালিত ‘মিল পাত্থর’ (মাইলস্টোন) ছবির সঙ্গে এই ছবিটিও ভারতের প্রতিনিধিত্ব করবে প্রখ‍্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ‍্যালে।
২ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ‍্যাল। বিশ্ব জুড়ে এই করোনা পরিস্থিতির মধ‍্যে এটাই প্রথম ফেস্টিভ‍্যাল যা সামাজিক দূরত্ব মেনে ও যথাযথ স্বাস্থ‍্য সম্বন্ধীয় বিধি নিষেধ মেনে অনুষ্ঠিত হতে চলেছে। সারা বিশ্বের ২০ টি ফিচার ফিল্ম অংশগ্রহণ করবে এই ফিল্ম ফেস্টিভ‍্যালের প্রতিযোগীতায়।


চৈতন‍্য তামহানে পরিচালিত ১২৭ মিনিটের ‘দ‍্য ডিসিপল’ ফিচার ফিল্মটিতে অভিনয় করেছেন আদিত‍্য মোদক, অরুন দ্রাবিড়, সুমিত্রা ভাবে ও কিরণ। অভিনেতা বিবেক গোম্বারের জু এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজনা করেছে এই ছবি।
এর আগে ২০১৪ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ‍্যালে ‘কোর্ট’ ছবির জন‍্য সেরা ফিল্ম- Orizzonti and Lion of the future পুরস্কার পেয়েছিলেন চৈতন‍্য। এছাড়া ২০১৫ তে সেরা ফিচার ফিল্মের জন‍্য জাতীয় পুরস্কার এবং ২০১৬ অস্কারে সেরা বিদেশি ছবি বিভাগে ভারতকে প্রতিনিধিত্ব করেছিল এই ছবি।
ভেনিস ফিল্ম ফেস্টিভ‍্যালে ‘দ‍্য ডিসিপল’এর নির্বাচিত হওয়ার ঘটনাকে ভারতীয় সিনেমায় এক উল্লেখযোগ‍্য মাইলস্টোন বলে মনে করেন চৈতন‍্য তামহানে। ছবির প্রযোজকের বক্তব‍্য এতে নতুন প্রতিভারা ভারতীয় সিনেমায় তাদের প্রতিভাকে মেলে ধরার সুযোগ পাবে।
২০০১ সালে মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ ছবিটি শেষবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ‍্যালে। গোল্ডেন লায়ন পুরস্কারও জিতেছিল এই ছবি। প্রসঙ্গত, দ‍্য ডিসিপল ছবিটি তৈরি হয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতকে কেন্দ্র করে। একজন গায়কের শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রার গল্পই উঠে আসবে এই ছবিতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর