নিজের বিলাসবহুল গাড়ি বেঁচে মুমূর্ষু করোনা রোগীদের জন্য অক্সিজেন পৌঁছে দিচ্ছেন শাহনাজ

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস করোনা জাঁকিয়ে বসেছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। থেমে নেই মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত অক্সিজেনের যোগান। দেশের সর্বত্র থেকে উঠে আসছে অপর্যাপ্ত অক্সিজেনের অভাবের খবর (Oxygen)। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় নড়েচড়ে বসে কেন্দ্রীয় থেকে রাজ্য সরকার গুলি।

তবে করোনা বিরুদ্ধে লড়াইয়ে এই অক্সিজেনের আকালের সময়ে সংবাদের শিরোনামে উঠে এলেন মুম্বাই নিবাসী শাহনাজ শেখ। নিজে একটি বেসরকারি সংস্থা চালান তিনি। এবার করোনায় মুমূর্ষু রোগীরা যাতে অক্সিজেনের অভাবে মারা না যান, তার জন্য ওই ব্যক্তি নিজের শকের এসইউভি গাড়ি বিক্রি করে তার যোগান দিচ্ছেন। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁকে কুর্ণিশ জানাচ্ছেন নেটিজেনরা।

https://twitter.com/SudhaRamenIFS/status/1385112842467037184?s=19

জানা গিয়েছে, শাহানাজ শেখের সংস্থা গত বছর দেশে করোনা (Corona) আছড়ে পড়ার পর থেকেই নানান ভাবে সংক্রমিতদের জন্য কাজ করে যাচ্ছে। তবে তাঁরই এক পরিচিত করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মারা যাওয়ায় বাকরুদ্ধ হয়ে যান তিনি। তখনই তিনি ঠিক করে নেন, আর কারোর এমন করুণ মৃত্যু তিনি দেখবেন না। সংস্থার সাথে নিজেই নেমে পড়েন মোকাবিলার ময়দানে। সেখানে নেমেই নিজের ২২ লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি বিক্রি করে, সেই টাকা করোনা মোকাবিলায় মানুষের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেন তিনি।

তিনি স্থির করে ফেলেন অক্সিজেন এবং জীবনদায়ী ওষুধের ঘাটতি কোনও ভাবেই আর হতে দেবেন না। সোশ্যাল মিডিয়ায় তার এই কর্মকাণ্ড ভাইরাল (Viral) হলেও তিনি নিজের কাজ থেকে বিন্দুমাত্র বিচলিত নন। তাঁর কথায়, ‘গাড়ি কেনার সুযোগ আবার আসবে, তবে এই মুহূর্তে মানুষের পাশে থাকাটাই জরুরি।’ পাশাপাশি তিনি এও জানান যে , তাঁর কাছে আগে দিনে ৫০টি ফোন আসত অক্সিজেনের জন্য। তবে এখন দিনে ৫০০ ফোন আসে। এখনও পর্যন্ত তিনি ৫০০০ জনকে বিনামূল্যে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন।

সম্পর্কিত খবর