বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় অভিনেতাদের (Actor) মধ্যে এমন অনেকেই আছেন যাঁরা সমগ্র বিশ্বে পরিচিত। বিশেষ করে বলিউডের একাধিক অভিনেতা (Actor) বেশ জনপ্রিয় দেশের বাইরে। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সলমন খানদের মতো তারকাদের দেশের বাইরেও অনেকেই চেনেন। তবে এঁরা কেউই শেষ পর্যন্ত সেরার তালিকায় নাম তুলতে পারলেন না। স্থান ছিনিয়ে নিলেন বলিউডেরই আরেক খান।
শতাব্দীর সেরা অভিনেতাদের (Actor) তালিকায় একমাত্র ভারতীয়
সম্প্রতি দ্য ইন্ডিপেনডেন্ট এর তরফে একবিংশ শতাব্দীর সেরা ৬০ অভিনেতাদের (Actor) একটি তালিকা প্রকাশ করা হয়েছে। দেশ বিদেশের একগুচ্ছ খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীদের মাঝে ভারত থেকে জায়গা করতে পেরেছেন মোটে একজন। তিনিও বলিউডেরই জনপ্রিয় অভিনেতা। আর তাঁর পদবীও খান।
কম বয়সেই বিদায় নিয়েছেন: ভারতীয় সিনেমা জগতের অন্যতম প্রতিভাবান অভিনেতা (Actor) তিনি। শুধু হিন্দিতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তাঁর ক্ষুরধার অভিনয় দেখা গিয়েছে। তিনি ইরফান খান। ২০২০ সালে প্রয়াত হন তিনি। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মাত্র ৫৩ বছর বয়সে চিরশান্তির দেশে পাড়ি দেন ইরফান।
আরো পড়ুন : কেমন পাত্রী চাই, জানিয়ে দিলেন দেব, দেখার মতো হল রুক্মিণীর মুখের এক্সপ্রেশন!
ঝুলিতে একগুচ্ছ স্মরণীয় ছবি: ২০০১ সালে ‘ওয়ারিয়ার’ ছবির মাধ্যমে প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলেন ইরফান। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে উপহার দিয়েছেন হাসিল, গ্যাংস্টার, মকবুল, দ্য নেমসেক, লাইফ ইন আ মেট্রো, পান সিং তোমর, পিকু, হায়দার, দ্য লাঞ্চবক্স এর মতো ছবি। আবার স্লামডগ মিলিয়নেয়ার, লাইফ অফ পাই এর মতো ছবি তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। তবে দ্য ইন্ডিপেনডেন্ট এর তরফে ওয়ারিয়ার ছবির জন্য সম্মান জানানো হয়েছে ইরফানকে।
আরো পড়ুন : হুড়মুড়িয়ে বাড়বে TRP, ‘জগদ্ধাত্রী’তে নতুন নায়িকা! অঙ্কিতার দিন কি ফুরোলো?
প্রসঙ্গত, সমগ্র বিশ্বের মোট ৬০ জন নামীদামী অভিনেতা (Actor) অভিনেত্রী জায়গা করে নিয়েছে এই তালিকায়। ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র ইরফান খানের উঠে আসায় নতুন করে প্রমাণিত হয় তাঁর প্রতিভা, দক্ষতা এবং জনপ্রিয়তা।