বিপক্ষ দলের জন্য অশনি সঙ্কেত, ভয়ঙ্কর ফর্মে ফিরল টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্কঃ আরব আমিরশাহীতে নিজেদের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় দল। সোমবার ১৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমেও এক ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে তারা। যদিও বোলাররা কিছুটা চিন্তায় রাখল কোহলি বাহিনীকে তবে এদিন ব্যাটিং দিয়ে সেই সমস্যা ঢেকে দিতে কোন ভুল করেননি ভারতীয় ব্যাটাররা। বিশেষত দুই ওপেনার কে এল রাহুল এবং ঈশান কিশানের জোড়া হাফ সেঞ্চুরির দৌলতে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল ইংল্যান্ড।

তবে মনে রাখতে হবে সূর্যকুমার এবং কোহলি দ্রুত আউট হওয়ায় সমস্যা তৈরি হতে পারত ফিনিশিং নিয়ে কিন্তু সোমবার ভারতকে সেই সমস্যা থেকে উদ্ধার করেন ঋষভ পন্থ। এবার আইপিএলে আরব আমিরশাহীতে সেভাবে ফর্মে ছিলেন না পন্থ৷ দিল্লির অধিনায়ক হিসেবে দলকে খুব বেশি সাহায্য করতে পারেননি তিনি। তবে ভারতের হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচেই যে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিলেন এই উইকেট কিপার তা নিশ্চয়ই আশা জাগাবে ভারতীয় শিবিরে।

মাত্র ১৪ বলে ২০৭.১৪ স্ট্রাইক রেটে এদিন বিধ্বংসী ২৯ রানের ক্যামিও উপহার দেন পন্থ। তিনটি ছক্কা এবং একটি চার দিয়ে নিজের ইনিংস সাজিয়ে ছিলেন তিনি। শুধু তাই নয় ১৯ তম ওভারে ক্রিস জর্ডানের বলে যেভাবে ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করেন পন্থ, তা ফের একবার মনে করিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনিকে। এই প্রথমবার খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে কোহলিদের সাথে থাকছেন না ধোনি। তাই দলের ফিনিশার কে হবেন তা নিয়ে যথেষ্ট চিন্তার অবকাশ ছিল।

rishabhpant

তবে ২৪ বছর বয়সী পন্থ সুন্দর ভাবে নিজের কাঁধে তুলে নিলেন সেই দায়িত্ব। একইসঙ্গে সোমবার তাকে ভালো সাহায্য করেছিলেন হার্দিক পান্ডিয়াও। যদিও খুব বেশি বল খেলার সুযোগ পাননি হার্দিক। তবে বলাই বাহুল্য ভারতকে ভালো ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে এই দুই খেলোয়াড়ের ভূমিকাই হতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধ দিয়ে বিশ্বকাপের সফর শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে যেভাবে ফর্মে ফিরে এলেন পন্থ, তা নিশ্চয়ই বিপদ সংকেত হতে পারে বিপক্ষ শিবির গুলির জন্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর