অবিশ্বাস‍্য, নিজে ছবি এঁকে লক্ষপতি এই পোষ‍্য ইঁদুর!

বাংলাহান্ট ডেস্ক: প্রিয় পোষ‍্যকে (pet) কে না ভালবাসে। নিজের দৈনন্দিন প্রতিটি কাজেই মানুষ সঙ্গী করে নেয় তার পোষ‍্যকে। সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয় এমন পোষ‍্যের ভিডিয়ো (video) যারা নিজেদের বুদ্ধি ও কার্যকলাপ দিয়ে হতবাক করে দেয় নেটিজেনদের।
তবে এমন কখনও শুনেছেন পোষ‍্য নিজে কোনও কাজ করে রোজগার করছে? শুনতে বেশ অবাস্তব লাগলেও আসলেই ঘটেছে এমন ঘটনা। ছবি এঁকে টাকা রোজগার করছে এক ছোট্ট ইঁদুর (pet)। নিজের ছোট ছোট হাতে পায়ে রঙ লাগিয়েই ক‍্যানভাসে সে ফুটিয়ে তোলে অসাধারন সব ছবি।

IMG 20200524 200538
এই চিত্রকর ইঁদুরের নাম গাস। ইংল‍্যান্ডের ম‍্যাঞ্চেস্টারে থাকেন জেস ইন্ডসেথ। তাঁর চারটি পোষ‍্য ইঁদুর রয়েছে। একদিন হঠাৎ তিনি খেয়াল করেন গাসের আঁকার সরঞ্জামের প্রতি বেশ নজর রয়েছে। জেস খেলাচ্ছলেই তখন তাকে রঙ দিয়েছিলেন। কিন্তু তিনি অবাক হয়ে যান দেখে যে হাতে পায়ে রঙ লাগিয়ে কাগজে ছবি ফুটিয়ে তুলছে গাস।

https://www.facebook.com/realfixuk/videos/262540738455426/

এমন বেশ কিছু ছবি জমার পর জেস ঠিক করেন সেগুলো বিক্রি করার চেষ্টা করবেন। অনলাইনে বিজ্ঞাপন দিতেই তাজ্জব কাণ্ড। জেস জানান, দক্ষিণ কোরিয়া, অষ্ট্রেলিয়া থেকে অনেকেই চেয়েছেন গাসের ছবিগুলি কিনতে।
এক একটি ছবি ২০ পাউন্ডে বিক্রি করে এখনও পর্যন্ত ভারতীয় মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকা আয় করেছেন জেস। আর গাস, সে এখন রীতিমতো তারকা। রাতারাতি নেটদুনিয়ায় বিখ‍্যাত হয়ে উঠেছে এই চিত্রকর ইঁদুর।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর