লক্ষ্মীর ভান্ডার কিংবা স্বাস্থ্যসাথী নয়! এবার রাজ্যে “সুপারহিট” এই প্রকল্প! দৈনিক মিলবে টাকা

বাংলা হান্ট ডেস্ক: সাধারণ মানুষদের কথা মাথায় রেখে এবং বিশেষ করে দুঃস্থ মানুষদের সুবিধার্থে কেন্দ্র এবং রাজ্যের সরকার একাধিক জনহিতকর প্রকল্প পরিচালনা করে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন জনগণ। আমাদের রাজ্যেও এইরকম বেশ কয়েকটি প্রকল্প বর্তমানে চলছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) এবং স্বাস্থ্য সাথী (Swasthya Sathi)-র মত প্রকল্পগুলি তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছে।

এদিকে, ইতিমধ্যেই চলতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে “দুয়ারে সরকার” কর্মসূচি। যেখানে এই প্রকল্পগুলিতে আবেদন করছেন সকলে। তবে, এবার পঞ্চায়েত ভোটের আগে আরও একটি প্রকল্প নতুনভাবে সামনে আনল রাজ্য সরকার। শুধু তাই নয়, ওই প্রকল্পটি কড়া টক্কর দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথীর মত প্রকল্পকেও। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই প্রকল্পের নাম হল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (Bina Mulya Samajik Suraksha Yojana)।

এমতাবস্থায়, গত ১ এপ্রিল থেকে “দুয়ারে সরকার” কর্মসূচি শুরু হওয়ার পরই এই প্রকল্পে আবেদন করার জন্য উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই প্রকল্পটি শুরু করা হয়েছিল রাজ্যের অসংগঠিত শ্রমিকদেরকে লক্ষ্য করে। আর সেই কারণে সমগ্র রাজ্যজুড়েই এই প্রকল্পে আবেদন জমা পড়ছে। ইতিমধ্যেই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য মোট ১১ লক্ষ ১৭ হাজার আবেদনপত্র জমা পড়েছে।

জানা গিয়েছে, ২০২১ সালে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। তবে, সেই সময়ে কিছু টাকা দিতে হলেও আসন্ন পঞ্চায়েত ভোটের আবহে সেই নিয়মে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কোনো অর্থ লাগবেনা।

mamata 2

কি কি সুবিধা মিলবে: জানিয়ে রাখি যে, এই প্রকল্পের অধীনে থাকা পরিবারের সদস্যরা বছরে একবার এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পে নাম থাকলেই প্রতিবছর হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে ২০ হাজার টাকা পাওয়া যাবে। এদিকে, অস্ত্রোপচারের করতে হলে রাজ্য সরকার ৬০ হাজার টাকা পর্যন্ত ব্যয়ভার গ্রহণ করবে। এর পাশাপাশি, কর্মস্থানে কাজ হারালে প্রথম পাঁচ দিনের জন্য ১০০০ টাকা এবং পরে প্রতিদিন ১০০ টাকা করে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। যদিও মোট অর্থের পরিমান দশ হাজার টাকার বেশি হবে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর