নিজের ছাদে পুকুর তাতেই মাছ চাষ আবার সাথে বাগানও! কে এই বিজ্ঞানী

 

ললিতচন্দ্র ভারতী কলেজ ও গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক অমরজ্যোতি চাকরী ছেড়ে ইস্তফা দিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলে।

 

তাঁর বাড়ির ৪হাজার বর্গফুট এলাকা জুড়ে রয়েছে ছাদ। সেখানে চাষ হয় মাছ। অবশ্য ছাদে জলাশয় করেই থেমে থাকেননি তিনি। তাঁর অরগ্যানিক কিচেন গার্ডেনে রয়েছে বিভিন্ন শাকসবজি ফলের বাহার।এবং ৩০ধরনের অরগ্যানিক ট্রি প্লান্ট।এ থেকে ১লক্ষ টাকা মত আয়ও হয় তার।

এছাড়া ঘরের বর্জ্য পদার্থকে একদিনেই পচিয়ে কীটনাশক নিরোধী পদার্থ তৈরী করেন। বিজ্ঞানীর দাবি ১২ হাজার লোক এই পদার্থ ব্যবহার করেন।এই বিজ্ঞানীর প্রতি রইল অনেক শ্রদ্ধা এবং তার দেখানো পথ বহু মানুষের কাছে অনুসরণীয়।

সম্পর্কিত খবর