বাংলাদেশ সিরিজের আগেই চোটের সম্মুখীন ভারতের এই তারকা খেলোয়াড়! মাথায় হাত টিম ইন্ডিয়ার

বাংলা হান্ট ডেস্ক: শীঘ্রই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে (India National Cricket Team) ফের অ্যাকশনে দেখা যাবে। মূলত, এবার ভারত সফরে আসছে বাংলাদেশ দল। যেখানে প্রথম দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং এরপর তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে। এদিকে, ভারতের কয়েকজন তারকা খেলোয়াড় ছাড়া অন্য খেলোয়াড়রা দলীপ ট্রফিতে অংশগ্রহণ করবেন। যদিও দলীপ ট্রফির জন্য সমস্ত দলের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল। তবে এর মধ্যে যে পরিবর্তনগুলি হয়েছে তা অবশ্যই ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছে।

চোটের সম্মুখীন ভারতের (India National Cricket Team) এই তারকা খেলোয়াড়:

দলীপ ট্রফি থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা ও ওমরান মালিক: মূলত, দলীপ ট্রফির জন্য যে স্কোয়াড (India National Cricket Team) ঘোষণা করা হয়েছিল তা থেকে হঠাৎ করেই তিনজন খেলোয়াড়ের নাম বাদ দেওয়া হয়েছে। মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা এবং ওমরান মালিক এই টুর্নামেন্টে আর খেলবেন না। রবীন্দ্র জাদেজাকে রিলিজ করে দেওয়া হয়েছে। যার মানে তাঁর সাথে কোনও সমস্যা নেই। তবে মোহাম্মদ সিরাজ এবং ওমরান মালিক চোটের সমস্যার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। তাই তাঁরা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। যদিও, এই টুর্নামেন্ট শুরু হবে আগামী মাস থেকে। এমতাবস্থায়, মোহাম্মদ সিরাজ ভারত-বাংলাদেশের মধ্যেকার টেস্ট সিরিজের অংশ হতে পারতেন। কিন্তু, চোটের কারণে তাঁর বাইরে থাকাটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

   

This star player of India National Cricket Team faced injury.

মহম্মদ শামি সম্পর্কে কোনও আপডেট নেই, বুমরাহ বিশ্রাম পেতে পারেন: উল্লেখ্য যে, BCCI এখনও বাংলাদেশ সিরিজের জন্য দল (India National Cricket Team) ঘোষণা করেনি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। এদিকে আমরা যদি মহম্মদ শামির কথা বলি, সেক্ষেত্রে তিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের মধ্যে রয়েছেন।

আরও পড়ুন: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে মহিলাদের জন্য বড় ঘোষণা ট্রাম্পের! হইচই বিশ্বজুড়ে

তবে, বর্তমানে শামি অনেকাংশে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু, পরবর্তী সিরিজ খেলতে পারবেন কি না সে বিষয়ে এখনও কোনও আপডেট নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে শামি খেলতে পারবেন বলে মনে হয় না। এদিকে, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ না খেললে টিম ইন্ডিয়ার পেস আক্রমণ কী হবে সেটাই বড় প্রশ্ন।

আরও পড়ুন: জমে যাবে IPL-এর নিলাম! রোহিত শর্মার জন্য বরাদ্দ ৫০ কোটি টাকা? কি জানালেন সঞ্জীব গোয়েঙ্কা?

মোহাম্মদ সিরাজের জায়গায় এন্ট্রি পেয়েছেন নভদীপ সাইনি: জানিয়ে রাখি, বাংলাদেশ দল হয়তো কখনোই টেস্ট ক্রিকেটে ভারতকে (India National Cricket Team) হারাতে পারেনি, কিন্তু সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তারা জ্বলে উঠেছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। যার প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে, আশা করা হচ্ছে বাংলাদেশ সিরিজের মধ্যেই মোহাম্মদ সিরাজ ফিট হয়ে যাবেন এবং তিনি খেলতেও পারেন। এর পাশাপাশি, পেস বিভাগে কারা দায়িত্ব নেবেন সেটাই দেখার। তবে, দলীপ ট্রফিতে সিরাজের স্থলাভিষিক্ত হবেন নভদীপ সাইনি। ভালো বোলিং করলে তিনি বাংলাদেশের বিপক্ষেও খেলার সুযোগ পেতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর