এবার কপিল দেব হতে চলেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। এই সম্মান পেয়ে খুবই খুশি বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেব।

ভারত হল একটি ক্রীড়াপ্রেমী দেশ। এখানের মানুষজন খেলতে এবং খেলা দেখতে হবে খুব ভালবাসেন। তাই দেখা গেছে ক্রিকেট হোক বা ফুটবল সব খেলাতে স্টেডিয়াম ভর্তি করেছে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আর তাই ক্রীড়াকে আরো উন্নত করার জন্য ভারতে গড়ে উঠেছে দুটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়। দেশের দুটি সুগঠিত ক্রীড়া বিশ্ববিদ্যালয় রয়েছে চেন্নাই এবং গুজরাটে। চেন্নাইয়ে রয়েছে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস ইউনিভার্সিটি এবং গুজরাটে রয়েছে স্বর্নিম ইউনিভার্সিটি। এছাড়াও ভারতের ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে মনিপুরে আরও একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। তাছাড়া অপর আরেকটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে ভারতবর্ষের হরিয়ানাতে।

হরিয়ানা সরকার এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করবে সোনিপথের রাইয়ে। জানা গিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব।

IMG 20190915 110436

দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখন পর্যন্ত এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির ব্যাপারে অনুমোদন দেয় নি, তবে জানা গিয়েছে বাকি সমস্ত কাজ প্রায় শেষের দিকেই। এখন অপেক্ষা শুধুমাত্র চূড়ান্ত অনুমোদন পাওয়ার।

এব্যাপারে অনিল ভেজ যিনি হরিয়ানার ক্রীড়ামন্ত্রী তিনি জানিয়েছেন যে, খুব শ্রীঘ্রই এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু হবে। এবং এই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

1975 সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল কপিল দেবের। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ছয় উইকেট নিয়ে নজর কেড়েছিল কপিল দেব। কপিলদেব ‘হরিয়ানা হারিকেন’ নামেও পরিচিত। কপিলদেবই হল ভারতের প্রথম অধিনায়ক যিনি ভারতবাসীকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন। 1983 সলে ভারত প্রথমবার বিশ্বকাপ পায় এই কপিলদেবের হাত ধরে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর