এবার আন্তর্জাতিক স্তরে বাজিমাত করলেন আদানি! একইসাথে “বিশ্বসেরা” হল গ্রুপের ৮ টি কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। বলা ভালো, এবার এক দুর্দান্ত নজির গড়লেন তিনি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের স্বনামধন্য ম্যাগাজিন “Time” আদানি গ্রুপের (Adani Group) ব্যবসাকে “ওয়ার্ল্ড বেস্ট” হিসেবে সার্টিফিকেট দিয়েছে।

বাজিমাত করল আদানি গ্রুপ (Adani Group):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টাইম ম্যাগাজিনের “ওয়ার্ল্ডস বেস্ট কোম্পানি-২০২৪ লিস্ট”-এ গৌতমের আদানি গ্রুপের (Adani Group) ৮ টি কোম্পানি স্থান পেয়েছে। জানিয়ে রাখি যে, এবারে টাইম ম্যাগাজিন স্ট্যাটিস্টার সহযোগিতায় এই তালিকা তৈরি করেছে। গ্লোবাল ইন্ডাস্ট্রি র‍্যাঙ্কিং পোর্টাল স্ট্যাটিস্টা এবং টাইম ম্যাগাজিনের এই তালিকায় অন্তর্ভুক্ত কোম্পানিগুলিকে ৩ টি প্রধান প্যারামিটারের ওপর নির্ধারণ করা হয়েছে। এই ৩ টি প্যারামিটার পূরণ করেই আদানি গ্রুপের ৮ টি কোম্পানি এই তালিকায় “বিশ্বসেরা” হয়েছে।

This time Adani Group set a big precedent.

আদানি গ্রুপের ৮ টি কোম্পানি “বিশ্বের সেরা”: আদানি গ্রুপের (Adani Group) দেওয়া তথ্য অনুযায়ী, তাদের আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট অ্যান্ড এসইজেড, আদানি গ্রিন এনার্জি, আদানি এনার্জি সলিউশনস, আদানি টোটাল গ্যাস, অম্বুজা সিমেন্ট, আদানি পাওয়ার এবং আদানি উইলমার এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রসঙ্গে, আদানি গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে যে টাইম ম্যাগাজিনের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত সম্মানের। শুধু তাই নয়, টাইম ম্যাগাজিনের এই মূল্যায়ন তাদের কোম্পানি এবং গ্রুপগুলির ব্যাপক কর্মক্ষমতাকে নিশ্চিত করে।

আরও পড়ুন: “ভারতীয় দলকে বিশ্বের….”, বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বড় প্ৰতিক্রিয়া মর্নে মর্কেলের, কুড়োলেন প্রশংসা

আদানির কোম্পানিগুলি এই প্যারামিটারগুলি পূরণ করেছে: উল্লেখ্য যে, আদানি গ্রুপের (Adani Group) কোম্পানিগুলি কর্মীদের সন্তুষ্টি অর্থাৎ এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের দিক থেকে ইতিবাচক প্রভাব পেয়েছে। এজন্য টাইম ম্যাগাজিন বিশ্বের ৫০ টিরও বেশি দেশের মোট ১,৭০,০০০ মানুষের মধ্যে একটি সমীক্ষা চালায়। আদানি গ্রুপের কোম্পানির কর্মচারীরাও এতে জড়িত ছিলেন।

আরও পড়ুন: ভুলে যান পেট্রোল-ডিজেল! এবার মানুষের প্রস্রাব দিয়েই চলবে ট্র্যাক্টর, অসাধ্য সাধন করল এই কোম্পানি

এর পাশাপাশি, আদানি গ্রুপের (Adani Group) কোম্পানিগুলি রেভিনিউ গ্রোথের মাপকাঠিতে অত্যন্ত সফল হিসেবে বিবেচিত হয়েছে। এতে সেইসব কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে যাদের আয় ২০২৩ সালে ১০ কোটি ডলার ছাড়িয়েছে এবং ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, এই সমীক্ষার তৃতীয় প্যারামিটারটি ছিল স্থায়িত্ব তথা সাস্টেনেবিলিটি। এর ভিত্তিতে আদানি গ্রুপের কোম্পানিগুলি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর