প্রভাব পড়বে প্রতিটি SBI গ্রাহকের উপর! ৩০ জানুয়ারির আগে মিটিয়ে নিন নিজের কাজ

বাংলা হান্ট ডেস্ক: আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। এমতাবস্থায়, এই ধর্মঘটের কারণে ব্যাঙ্কের পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) জানিয়েছে যে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নগুলির দ্বারা ডাকা দুই দিনের এই ধর্মঘট তাদের শাখার কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। মূলত, ব্যাঙ্কের কর্মচারীদের ওই ধর্মঘটে সারা দেশের ব্যাঙ্কের শাখার কর্মীরা অংশ নিতে চলেছেন বলে জানা গিয়েছে। যার ফলে, দুর্ভোগ এড়াতে আগেভাগেই ব্যাঙ্কসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে রাখছেন গ্রাহকেরা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দেশজুড়ে SBI-এর ৪২ কোটিরও বেশি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে। এমতাবস্থায়, ব্যাঙ্ক তার গ্রাহকদের কাছে আবেদন করেছে যে, ধর্মঘটের আগে অর্থাৎ ২৭ জানুয়ারির মধ্যে গ্রাহকরা তাদের যেন সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখেন। মূলত, আগামী ২৮ জানুয়ারি মাসের চতুর্থ শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর ২৯ তারিখ রবিবারও ব্যাঙ্কিং পরিষেবা থাকবে বন্ধ। আর ঠিক তারপরেই দু’দিন যাবৎ রয়েছে ধর্মঘটের কর্মসূচি। যার ফলে পুরো ৪ দিন যাবৎ ব্যাঙ্কের কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ধর্মঘটের দিনে ব্যাঙ্কের শাখাগুলিতে কাজ ব্যাহত হতে পারে: এই প্রসঙ্গে SBI জানিয়েছে যে ভারতীয় ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) দ্বারা জানানো হয়েছে যে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU), UFBU-এর সাথে যুক্ত অ্যাসোসিয়েশনগুলিকে অর্থাৎ AIBEA, AIBOC, NCBE, AIBOA-কে ধর্মঘটের জন্য নোটিশ জারি করেছে। পাশাপাশি, SBI স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে যে, AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF এবং INBOC তাদের দাবিপূরণের জন্য আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।

৩০ এবং ৩১ জানুয়ারি প্রভাবিত হবে পরিষেবা: ইতিমধ্যেই দেশের সর্ববৃহৎ এই সরকারি ব্যাঙ্ক তার শাখার স্বাভাবিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। যদিও, ব্যাঙ্কগুলি গ্রাহকদের এও জানিয়েছে যে, আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি শাখার কার্যক্রম ধর্মঘটের কারণে প্রভাবিত হতে পারে।

SBI closed

এই ৫ টি দাবি রয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের: এই প্রসঙ্গে AIBEA-এর সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচালাম জানিয়েছেন যে, ব্যাঙ্ক কর্মচারীদের আন্দোলন পুনরায় শুরু করার জন্য ৩০ এবং ৩১ জানুয়ারি ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, ব্যাঙ্ক কর্মচারীদের মোট ৫ টি দাবি রয়েছে। যেগুলির মধ্যে ব্যাঙ্কিং পেনশনের আপডেটের পাশাপাশি ন্যাশনাল পেনশন সিস্টেম বাতিল করার দাবি এবং বেতন সংশোধন করে সব ক্যাডারে নিয়োগ সহ কিছু পুরোনো দাবিও রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর