রতন টাটার মুকুটে ফের নতুন পালক! এবার এই দেশ থেকে বিরল সম্মান পেলেন বর্ষীয়ান শিল্পপতি

বাংলা হান্ট ডেস্ক: এবার আরও একটি বিরল নজির গড়লেন দেশের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার (Australia) গভর্নর জেনারেল ঘোষণা করেছেন যে, ভারতীয় শিল্পপতি রতন টাটাকে অস্ট্রেলিয়া-ভারত দ্বিপাক্ষিক সুসম্পর্কের জেরে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং পরোপকারের ক্ষেত্রে বিশিষ্ট পরিষেবার জন্য “অর্ডার অফ অস্ট্রেলিয়া”-তে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার মোট সম্পদের পরিমান হল প্রায় ৩,৮০০ কোটি টাকা।

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের অফিস থেকে জারি করা হয়েছে বিবৃতি: অস্ট্রেলিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি রতন টাটার সমর্থনের স্বীকৃতিস্বরূপ, গভর্নর জেনারেলের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, অর্ডার অফ অস্ট্রেলিয়ার জেনারেল ডিভিশনে (AO) একজন অনারারি অফিসার হিসেবে নিয়োগের পাশাপাশি টাটা আনুষ্ঠানিক জাতীয় স্বীকৃতি পাওয়ার যোগ্য।

ভারতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার টুইট করেছেন: এই প্রসঙ্গে ভারতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্যারি ও’ফারেল গত শুক্রবার টুইট করেছেন। সেখানে তিনি জানান, “আনন্দের সাথে ঘোষণা করছি যে, অস্ট্রেলিয়া-ভারত সম্পর্কে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং পরোপকারের ক্ষেত্রে বিশিষ্ট পরিষেবার জন্য শ্রী রতন টাটাকে অর্ডার অফ অস্ট্রেলিয়া (AO)-র অনারারি অফিসার হিসাবে নিয়োগ করা হচ্ছে।” প্রসঙ্গত উল্লেখ্য যে, টাটা এই দ্বিপাক্ষিক সম্পর্কের একজন একনিষ্ঠ সমর্থক। পাশাপাশি, অস্ট্রেলিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যা ২০২২ সালে চূড়ান্ত হয়েছে।

পাশাপাশি, বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর কাজ উন্নয়নকে সমর্থন করেছে। এছাড়াও, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, জল, কৃষি, পরিবেশ ও শক্তি, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তি, ডিজিটাল পরিবর্তন, দুর্যোগে ত্রাণ এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতাবৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে।

টাটা ফ্যামিলি ট্রাস্টের অধীনে স্কলারশিপ দেওয়া হয়: উল্লেখ্য যে, টাটা ফ্যামিলি ট্রাস্টের অধীনে প্রদত্ত স্কলারশিপের মাধ্যমে, ভারতীয় ছাত্রদের অস্ট্রেলিয়ায় পড়াশোনার ক্ষেত্রে সুবিধার পাশাপাশি অস্ট্রেলিয়ার শিক্ষাক্ষেত্রে আরও সুযোগ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও, টাটা দুর্যোগের সময়ে ত্রাণকার্যের সাথেও জড়িত ছিলেন এবং সেই সংস্থাগুলিকে সমর্থন করেছিলেন যাঁরা সাহায্য প্রদান করে।

TCS যেকোনো ভারতীয় কোম্পানির তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক অস্ট্রেলিয়ানকে নিয়োগ করে: টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS), ১৯৯৮ সাল থেকে অস্ট্রেলিয়ায় কাজ শুরু করে। এমতাবস্থায়, যেকোনো ভারতীয় কোম্পানির তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক অস্ট্রেলিয়ানকে নিয়োগ করে TCS। ওই সংস্থা একটি উল্লেখযোগ্য প্রো-বোনো প্রোগ্রামের মাধ্যমে অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। যা ছয়টি নন-ফর-প্রফিট অস্ট্রেলিয়ান সংস্থাকেও আইটি পরিষেবা প্রদান করে।

একাধিক পুরস্কার পেয়েছেন রতন টাটা: প্রসঙ্গত উল্লেখ্য যে, রতন টাটা নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর অফ বিজনেস ডিগ্রি সহ ব্যবসা, শিল্প, ইঞ্জিনিয়ারিং, নেতৃত্ব, সংস্কৃতি এবং শান্তিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার এবং প্রশংসা পেয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর