গোলা-বারুদ নিয়ে নয়, এবার “ডিজিটাল যুদ্ধে” নামতে চলেছে রাশিয়া, কি প্ল্যান পুতিনের?

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ উন্নতি ঘটছে প্রতিটি ক্ষেত্রে। এমতাবস্থায়, পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন পরিবর্তন। শুধু তাই নয়, এই পরিবর্তনের রেশ দেখা গিয়েছে যুদ্ধের ক্ষেত্রেও। সোজা কথায় বলতে গেলে এবার যুদ্ধ শুধু বন্দুক আর কামানেই সীমাবদ্ধ নেই। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে এখন “ডিজিটাল যুদ্ধ” সবার মধ্যে চিন্তা বাড়িয়েছে। ঠিক এই আবহেই রাশিয়া (Russia) একটি বড় ঘোষণা করেছে।

এবার “ডিজিটাল যুদ্ধে” নামতে চলেছে রাশিয়া (Russia):

রাশিয়ান স্টেট ডুমার (রাশিয়ান পার্লামেন্ট) ডেপুটি অ্যালেক্সি ডিডেনকোর মতে, গুগল, গুগল অ্যান্ড্রয়েড এবং আইওএস শীঘ্রই রাশিয়ায় ব্লক করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাশিয়ায় (Russia) সরকারি আধিকারিক এবং আমলাদের এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে অনেক আগে থেকে বাধা দেওয়া হয়েছিল। এখন পুতিন পুরো দেশে এটি বাস্তবায়নের পরিকল্পনা করছেন।

   

ওই রাশিয়ান আধিকারিক আরও বলেছেন যে এই প্ল্যাটফর্মগুলিতে নিষেধাজ্ঞাগুলি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষভাবে আরোপ করা হবে যাঁদের গোপন তথ্যের অ্যাক্সেস রয়েছে। জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়ার সময়ে তিনি বলেছেন যে, এটি রাশিয়ার (Russia) প্রথম সংকেত। প্রত্যেককে অন্য প্ল্যাটফর্মে স্যুইচ করতে হবে। তবে, এই পদক্ষেপটি রাশিয়ান কর্তৃপক্ষ নাকি কোনও প্ল্যাটফর্মের দ্বারা নেওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

গুগলকে নিষিদ্ধ করা হবে: রুশ আধিকারিকরা এই বিষয়টিকে “ট্র্যাজেডি” হিসেবে বিবেচনা না করতে বলেছেন। কারণ রাশিয়ায় (Russia) এই ধরণের আরও অনেক অ্যাপ এবং প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। Netflix এর মধ্যে একটি। এদিকে, রাশিয়ার এই সিদ্ধান্তের পর অনেকেই প্রতিবাদে সোচ্চার হলেও কিছু সময়ের মধ্যে তারা শান্ত হয়েছেন।

This time, Russia is going to enter the "Digital War".

রাশিয়ান মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এটি আগে রিপোর্ট করা হয়েছিল যে, রাশিয়ায় (Russia) গুগল পরিষেবা নিষিদ্ধ করার পরে রাশিয়ান ভিডিও হোস্টিং পরিষেবা প্ল্যাটফর্ম স্থবির হয়ে পড়েছে। এদিকে, ওয়েবসাইটটিও স্থবির হয়ে পড়ে। এর পেছনে মূল কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটি বলে মনে করা হচ্ছে। তবে রুশ আধিকারিকের এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে রাশিয়ায় গুগল বন্ধ করার বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে?

আরও পড়ুন: এই একটা ভুলের কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের, এবার পস্তাচ্ছেন গম্ভীর-রোহিত

রাশিয়ান মিডিয়া চ্যানেল আনব্লক করতে অস্বীকার: শুক্রবার রাশিয়ায় (Russia) ইউটিউবের স্পিড উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এর কারণ গুগল দেশে তাদের ডিভাইস আপগ্রেড করেনি। রাশিয়া অভিযোগ করেছে যে গুগল রাশিয়ান মিডিয়া চ্যানেল আনব্লক করতে অস্বীকার করেছে। এদিকে, রাশিয়া গুগলকে ইউটিউব এবং গুগল থেকে কিছু কনটেন্ট মুছে ফেলতে বলেছিল, যা করা হয়নি। তারপরে তারা গুগলকে মোটা অঙ্কের জরিমানাও করেছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের এই জেলাগুলির ওপর দিয়ে তৈরি হবে হাইস্পিড করিডোর! আপনার জেলা রয়েছে কি?

অনুমান করা হচ্ছে যে রাশিয়া (Russia) তার নেতা বা দেশের বিরুদ্ধে কোনও কিছু ইন্টারনেটে ছাড়তে বা দেখাতে চায় না। দাবি করা হচ্ছে, এই কারণে গুগলের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া। এদিকে, রাশিয়া ইউটিউবের আপলোডিং স্পিডও কমিয়েছে। যা ভবিষ্যতে ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর