উৎসবের মধ্যেই গ্রাহকদের বড়সড় ঝটকা দিল SBI, প্রভাবিত হবেন কোটি কোটি মানুষ

বাংলা হান্ট ডেস্ক: দেশের সবচেয়ে বৃহৎ সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India, SBI) গ্রাহকদেরকে এবার বড় ধাক্কা দিল। জানা গিয়েছে ইতিমধ্যেই ব্যাঙ্ক এক্সটার্নাল বেঞ্চমার্ক বেসড লেন্ডিং রেট (External Benchmark based Lending Rate, EBLR) এবং রেপো-লিঙ্কড লেন্ডিং রেট (Repo Linked Loan Rate, RLLR) ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে।

   

শুধু তাই নয়, বর্তমানে ব্যাঙ্কের নতুন EBLR রেট দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশে। পাশাপাশি RLLR রেট গিয়ে পৌঁছেছে ৮.১৫ শতাংশে। ইতিমধ্যেই এই নতুন হারগুলি চলতি মাসের প্রথম দিন অর্থাৎ ১ অক্টোবর ২০২২ থেকে কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।

এবার বাড়বে EMI-এর পরিমান: এদিকে, এই বৃদ্ধির ফলে নতুন গ্রাহকদের হোম লোনের জন্য আরও সুদ দিতে হবে। অন্যদিকে পুরোনো গ্রাহকদের EMI-এর পরিমানও বাড়বে। যদি কোনো গ্রাহক ২০ বছরের মেয়াদে ৩৫ লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে গ্রাহকের হোম লোনের পুরোনো সুদের হার ৮.০৫ শতাংশ হলে এখন তা বেড়ে ৮.৫৫ শতাংশ হবে। এমতাবস্থায়, যদি এই ঋণটি ২০ বছরের মেয়াদের জন্য নেওয়া হয়, তাহলে প্রতি মাসে EMI ১,১০১ টাকা পর্যন্ত বাড়তে পারে।

অর্থাৎ, মূল পরিমান- ৩৫ লক্ষ টাকা।
হোম লোনের মেয়াদ- ২০ বছর।
পুরোনো সুদের হার- ৮.০৫ শতাংশ।
পুরানো EMI- ২৯,৩৮৪ টাকা।
নতুন সুদের হার- ৮.৫৫ শতাংশ।
নতুন EMI- ৩০,৪৮৫ টাকা।
অতএব, প্রতি মাসে বৃদ্ধি- ১,১০১ টাকা।

RBI,Reserve Bank of India,India,National,Money,Indian Rupees,EMI,External Benchmark based Lending Rate,EBLR,Repo Linked Loan Rate,RLLR,Repo Rate,State Bank of India,SBI

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, EMI বৃদ্ধি আপনার অবশিষ্ট মূল পরিমান এবং ঋণের মেয়াদের উপরেও নির্ভর করে। উল্লেখ্য যে, RBI ইতিমধ্যেই রেপো রেট ০.৫০ শতাংশ বাড়িয়েছে। এই নিয়ে টানা চতুর্থবার রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমতাবস্থায়, RBI-এর এই পদক্ষেপ ব্যাঙ্কগুলির জন্য ঋণকে আরও ব্যয়বহুল করা সহজ করে তুলছে। আর এই কারণেই সর্বশেষ মূল্যবৃদ্ধির পর বেসরকারি ও সরকারি ব্যাঙ্কগুলিও ঋণের ওপর বেশি সুদ নিতে শুরু করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর