ফের শক্তিবৃদ্ধি হবে সেনাবাহিনীর, এবার ভারতীয় বায়ুসেনার জন্য ফাইটার জেট তৈরি করবে Tata !

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় বিমান বাহিনী (IAF) নতুন ফাইটার জেটের আসন্ন ক্রয়ের ক্ষেত্রে “গ্লোবাল প্রকিউরমেন্ট এবং ইন্ডিয়া মেড মডেল” অনুসরণ করবে। যা ইতিমধ্যেই C-295MW পরিবহণ বিমান তৈরির জন্য টাটা-এয়ারবাস (Tata) অংশীদারিত্বের দ্বারা সফলভাবে গৃহীত হচ্ছে। পাশাপাশি, এই অংশীদারিত্ব ভারতীয় বিমান বাহিনীর জন্য দ্রুত অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পথও প্রশস্ত করবে।

ইতিমধ্যেই 114 টি মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফ্টের (MRFA) জন্য প্রায় 20 বিলিয়ন ডলারের চুক্তিটি পূর্বে সামরিক অংশীদারিত্বের (SP) মাধ্যমে সম্পন্ন হয়েছে। যেখানে ভারতে মূল প্ল্যাটফর্মগুলি তৈরি করার জন্য ভারতীয় ব্যবসায়িক মডেল সহ একটি বিদেশী সরবরাহকারীর সাথে অংশীদারিত্ব করা হয়।

টাটা গ্রুপ ভারতীয় বিমান বাহিনীর জন্য F-21 তৈরি করবে?
জানা গিয়েছে আপাতত, তিনটি আমেরিকান বিমান, F-18, F-15, এবং F-21-এর পাশাপাশি রাশিয়ান MiG-35 এবং Su-35, ফ্রেঞ্চ রাফালে, সুইডিশ সাব গ্রিপেন এবং ইউরোফাইটার টাইফুন, IAF-এর চুক্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে, আমেরিকান প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন সক্রিয়ভাবে ভারতের জন্য তাদের F-21 ফাইটার বাজারজাত করছে।

পাশাপাশি, তারা দাবি করেছে যে, F-21 ভারতীয় বায়ুসেনার জন্য সেরা বিমান হিসাবে প্রমাণিত হবে। এর জন্য কোম্পানিটি ইতিমধ্যেই Tata Advanced Systems-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। পাশাপাশি, 2021 সালের ডিসেম্বরে, লকহিড মার্টিন F-21 ফাইটার উইংস তৈরির জন্য ভারতে টাটা অ্যাডভান্সড সিস্টেমের সাথে একটি উৎপাদনস্থলেরও প্রতিষ্ঠা করে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্পূর্ণরূপে “মেক ইন ইন্ডিয়া” পদ্ধতি এখনও পর্যন্ত সফল বলে প্রমাণিত হয়নি। মূলত, নৌবাহিনীর দু’টি প্রকল্প এর কারণে ব্যর্থ হয়েছে এবং সে কারণেই ভারতীয় বিমান বাহিনী সামরিক অংশীদারিত্বের কৌশলের অংশ হিসাবে “গ্লোবাল প্রকিউরমেন্ট অ্যান্ড ইন্ডিয়া মেড অ্যাপ্রোচ”-এর দিকে ঝুঁকছে।

এই ক্রমানুসারে, মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন ভারতীয় বায়ুসেনাকে F-21 সরবরাহ করার জন্য Tata Advanced Systems-এর সাথে তার সম্পর্ক জোরদার করেছে। এদিকে, “বাই গ্লোবাল, মেক ইন ইন্ডিয়া” হল ২০২০ সালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বারা প্রতিষ্ঠিত একটি ক্রয় বিভাগ। যেটি “মেক ইন ইন্ডিয়া” প্রতিরক্ষা উদ্যোগের অংশ হিসাবে বিদেশী সামরিক ব্যবস্থা সংগ্রহ ও উৎপাদন সহজতর করার প্রক্রিয়া সম্পন্ন করে।

আপাতত যৌথ উদ্যোগে C-295 পরিবহণ বিমান উৎপাদনের জন্য একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে “গ্লোবাল, মেক ইন ইন্ডিয়া”-র পথচলা শুরু হয়েছে। এই প্রক্রিয়াটি মূলত অত্যন্ত সহজ এবং আপাতত এতে একটি তালিকা তৈরির প্রক্রিয়া বাকি আছে যাতে ভারতীয় অংশীদাররা তাদের প্রযুক্তিগত অংশীদার বেছে নেওয়ার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনী এই সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত চারটি ভিন্ন ক্ষেত্রে ক্রয়ের বিকল্প বিবেচনা করেছে। একইভাবে, দেশীয় লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) তেজস এবং পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম ফাইটার এয়ারক্রাফ্ট প্রকল্পের কাজ ইতিমধ্যেই চলছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর