গাড়ি মালিকদের মাথায় হাত! এবার ১ জুন থেকে বাড়তে চলেছে খরচ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মুদ্রাস্ফীতির ভ্রূকুটিতে কার্যত জর্জরিত সকলেই। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ঠিক সেই আবহেই ফের আরও একটি মূল্যবৃদ্ধির খবর সামনে এল। জানা গিয়েছে যে, এবার বাড়তে চলেছে গাড়ির ইন্স্যুরেন্স তথা বীমার প্রিমিয়ামের দাম।

মূলত, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সমস্ত গাড়ির তৃতীয় পক্ষের মোটর বীমার (থার্ড পার্টি ভেহিকল ইন্স্যুরেন্স) জন্য প্রিমিয়াম বাড়ানোর কথা ঘোষণা করেছে। পাশাপাশি, সরকার আগামী ১ জুন থেকেই এই বর্ধিত মূল্য লাগু করতে চলেছে। জানা গিয়েছে যে, গত বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক এই বিষয়ে একটি আদেশ জারি করে বিষয়টি সামনে এনেছে।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, ১,০০০ সিসির ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিগত গাড়ির থার্ড পার্টি ভেহিকল ইন্স্যুরেন্স করতে এখন ২,০৯৪ টাকা লাগবে। ২০১৯-২০ সালে এই প্রিমিয়ামের পরিমান ছিল ২,০৭২ টাকা (Indian Rupee)। অপরদিকে, ১০০০ থেকে ১৫০০ সিসি ইঞ্জিনের প্রাইভেট গাড়ির প্রিমিয়াম এখন বাড়িয়ে ৩,২২১ টাকা থেকে ৩,৪১৬ টাকা ধার্য করা হয়েছে।

তবে, শুধু চার চাকার ক্ষেত্রেই নয় বরং দু’চাকার গাড়ির ক্ষেত্রেও বাড়ানো হয়েছে প্রিমিয়ামের খরচ। ১৫০ থেকে ৩৫০ সিসি পর্যন্ত দুই চাকার গাড়ির জন্য এখন প্রিমিয়াম বাড়িয়ে ১,৩৬৬ টাকা করা হয়েছে। অপরদিকে ৩৫০ সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন দুই চাকার জন্য প্রিমিয়ামের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৮০৪ টাকা।

third party car insurance,car insurance,Government,Government Order,Increase,Cost,Insurance,India,National,Car

প্রসঙ্গত উল্লেখ্য, ১,৫০০ সিসির বেশি ইঞ্জিনের ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য থার্ড পার্টি ভেহিকল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে কিন্তু খরচ কমিয়েছে সরকার। আপাতত, এই প্রিমিয়াম ৭,৮৯৭ টাকা থেকে কমিয়ে ৭,৮৯০ টাকায় নামিয়ে আনা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর