এবার আইপিএল নিয়ে মুখ খুললেন প্রাপ্তন পাক পেসার উমর গুল।

এবার আইপিএল নিয়ে মুখ খুললেন প্রাপ্তন পাক পেসার উমর গুল। উমর গুল বললেন আইপিএল হচ্ছে একটা উৎসবের মতো, দর্শকদের অগাধ সমর্থন, প্রাণ খোলা উচ্ছ্বাস, সুপারস্টারদের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করা এবং প্রত্যেক ম্যাচের শেষে জমজমাট পার্টি এই মেগা টুর্নামেন্ট কে অন্য মাত্রা দিয়েছে।

প্রথম বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছিলেন উমর গুল। তিনি এবার শেয়ার করে নিলেন তার সেই বছর আইপিএল খেলার অভিজ্ঞতা। উমর গুল বলেছেন, প্রথমবার এই রকম এত বড় একটা প্রাইভেট লিগে আমি অংশগ্রহণ করেছিলাম, সেই বছর আমরা দারুন উপভোগ করেছিলাম পুরো আইপিএল।

2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন উমর গুল, তারপরই তিনি অংশগ্রহণ করেছিলেন আইপিএলে। আইপিএলের একেবারে শেষ লগ্নে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল গুলকে। গুল বলেছেন ভারতে আমাদের অনেক সমর্থক রয়েছে। আইপিএল খেলতে এসে ক্রিকেট সম্বন্ধে আমার অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আইপিএল থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সৌরভ গাঙ্গুলি রিকি পন্টিংয়ের মত বড় বড় তারকাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে তাদের লাইফস্টাইল সম্বন্ধে জানতে পেরেছি। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান প্রত্যেক ম্যাচের শেষে পার্টির আয়োজন করতেন। আর এই সব কিছু মিলিয়ে আইপিএল ছিল একটা উৎসবের মতো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর