ঘুম উড়বে Jio-Airtel-এর! এবার গ্রাহকদের বিনামূল্যে 6 GB ডেটা উপহার দিচ্ছে Vi, পেয়ে যান এইভাবে

বাংলা হান্ট ডেস্ক: এবার Vodafone-Idea (Vi) ব্যবহারকারীদের জন্য সামনে এল একটি দারুণ সুখবর! এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সংশ্লিষ্ট কোম্পানি গ্রাহকদের জন্য 6 GB ফ্রি ডেটা দেওয়ার অফার চালু করেছে। যদিও, এর জন্য একটি ছোট কাজ করতে হবে ব্যবহারকারীদের। উল্লেখ্য যে, বর্তমান সময়ে Vodafone-Idea হল ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি।

   

এদিকে, গত কয়েক মাস ধরে এই টেলিকম সংস্থার ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত কমছে। এমতাবস্থায়, সংস্থাটি তার গ্রাহকদের আকৃষ্ট করতে 6 GB ফ্রি ডেটার অফার চালু করেছে। তবে, এই ডেটা সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ হবে না। কারণ এজন্য একটি শর্ত দেওয়া হয়েছে সংস্থাটির তরফে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মূলত, যাঁরা মোবাইল ইন্টারনেট বেশি ব্যবহার করেন তাঁদের জন্য Vodafone-Idea এই বিশেষ অফার নিয়ে এসেছে। এমতাবস্থায়, ব্যবহারকারীরা যদি হাঙ্গামা গোল্ডের (Hungama Gold) সাবস্ক্রিপশন নেন, সেক্ষেত্রে তাঁরা 6 GB-র হাই স্পিড ইন্টারনেট একদম বিনামূল্যে পেয়ে যাবেন। এই সাবস্ক্রিপশনের মূল্য হল 108 টাকা। অর্থাৎ আপনি শুধু মিউজিক সাবস্ক্রিপশনই পাবেন না, তার পাশাপাশি ফ্রি-তে হাই স্পিড ইন্টারনেটও পাবেন। সংস্থাটি সম্প্রতি হাঙ্গামা মিউজিক প্ল্যাটফর্মের সাথে এই বিষয়ে চুক্তি করেছে। এদিকে, হাঙ্গামা গোল্ড সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি বিজ্ঞাপন-মুক্ত মিউজিক উপভোগ করতে পারেন। সেইসাথে অফলাইনে শোনার জন্য গান ডাউনলোডও করতে পারবেন।

উল্লেখ্য যে, Vi অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা হাঙ্গামা মিউজিক উপভোগ করতে পারবেন। এই অংশীদারিত্বের কথা মাথায় রেখে কোম্পানিটি এই ফ্রি ইন্টারনেট ডেটা অফারটি নিয়ে এসেছে। তাই আপনিও যদি 6 GB ইন্টারনেট বিনামূল্যে পেতে চান, সেক্ষেত্রে আপনাকে হাঙ্গামা গোল্ডের সাবস্ক্রিপশন নিতে হবে। যার মেয়াদ থাকবে 3 মাস।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Vodafone-Idea সম্প্রতি 2023 অর্থবর্ষের প্রসঙ্গে রিপোর্টে জানিয়েছিল যে, কোম্পানির আয় গত বছরের তুলনায় বেড়েছে। টেলিকম টকের রিপোর্ট অনুসারে, কোম্পানিটি তার পরিষেবাগুলি Vi অ্যাপের মাধ্যমে বিক্রি করছে এবং ট্যারিফ প্ল্যানকে ব্যয়বহুল না করেও রেভিনিউ বাড়াচ্ছে।

পাশাপাশি, Vi সম্প্রতি 99 টাকা এবং 128 টাকার প্ল্যানের বৈধতা কমিয়েছে। উল্লেখ্য যে, হাঙ্গামা গোল্ডের সাবস্ক্রিপশন তিন মাসের জন্য বৈধ থাকলেও এখানে মাথায় রাখতে হবে, আপনি যে ফ্রি 6 GB ডেটা পাবেন সেটি শুধুমাত্র 15 দিনের জন্য বৈধ থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর