সেরার মুকুট নিয়ে লড়াই মিঠাই-সর্বজয়ার, সম্পূর্ণ ওলটপালট এ সপ্তাহের টিআরপি লিস্ট

বাংলাহান্ট ডেস্ক: এতদিন পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের দাবিদারদের নিয়ে মোটামুটি একটা আন্দাজ হয়ে গিয়েছিল সিরিয়ালপ্রেমীদের। মাস কয়েক ধরে সেরার শিরোপা ধরে রেখেছিল মিঠাই (mithai)। কিন্তু সম্প্রতি নতুন শুরু হওয়া সর্বজয়ার (sarbajaya) দাপটে তার সিংহাসন টলোমলো হওয়ার জোগাড় হয়েছিল। দ্বিতীয় স্থানাধিকারী অপরাজিতা অপুকে ফুৎকারে উড়িয়ে তার জায়গা নিয়ে বসেছিল সর্বজয়া। এবারে তো মিঠাইয়ের মুকুট সরল! এমনটাই ভেবেছিলেন অনেকেই।

এ সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হতেই দেখা গেল সবকিছু ওলটপালট। সব সিরিয়ালেরই স্থান বদলে গিয়েছে। কিন্তু এতকিছুর পরেও প্রথম স্থান মিঠাইয়েরই দখলে। কোনো সিরিয়ালেরই এখনো পর্যন্ত মোদক বাড়ির বৌয়ের সঙ্গে টক্কর দেওয়া সাধ‍্যে কুলোয়নি। এ সপ্তাহে ১১.৫ পয়েন্ট পেয়ে আবারো বাংলা সেরা জি বাংলার মিঠাই।

Mithai3 1
দ্বিতীয় স্থানে রয়েছে জোড়া চমক! গত সপ্তাহে পিছিয়ে পড়েছিল অপরাজিতা অপু। এবারে নিজের হারানো স্থান ফের জিতে নিয়েছে সে। সঙ্গে সকলকে চমকে অপুর সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে যমুনা ঢাকির। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৮.২। প্রথম ও দ্বিতীয়র মধ‍্যে নম্বরের ফারাক অনেকটাই।

তৃতীয় স্থানে ৭.৯ নিয়ে রয়েছে সর্বজয়া। এবারে পয়েন্ট অনেকটাই কমেছে এই সিরিয়ালের। মনে করা হচ্ছে ট্রোলই এই নম্বর কমার কারণ। সম্প্রতি সিরিয়ালে দেখানো হয়েছে পরিবারের সকলের জন‍্য নিজে হাতে তালের বড়া বানিয়েছে সর্বজয়া। তাল ছাড়ানো, নারকেল কুড়িয়ে মেখে বড়া বানানো সমস্তটাই একা হাতে করেছে সে।

এই তালের বড়া নিয়েই এবার ট্রোলের মুখে পড়েছে সর্বজয়া। নেটিজেনদের বক্তব‍্য, তালের বড়া বানানো নিয়ে একটু বেশিই আদিখ‍্যেতা করছে সে। এখনো অনেক বাড়িতেই জন্মাষ্টমীতে তালের বড়া, তালের ক্ষীর বানানো হয়। বাড়ির মেয়ে বৌরা নিজে হাতেই সেসব বানান।

এক নজরে দেখে নিন বাকি টিআরপি লিস্ট। কৃষ্ণকলি -৭.৮, খড়কুটো-৭.৫, ধুলোকণা– ৭.২, করুণাময়ী রাণী রাসমণি– ৭.১, কড়ি খেলা– ৬.৬, এই পথ যদি না শেষ হয়, মহাপীঠ তারাপীঠ– ৬.৪, শ্রীময়ী– ৬.৩

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর