UPSC-র মেন পরীক্ষায় সফল হলেন না পশ্চিমবঙ্গের এই মহিলা IPS! পুরো ঘটনা অবাক করবে সবাইকে

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের অন্যতম একটি কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা হল UPSC (Union Public Service Commission)। প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। যদিও, তাঁদের মধ্যে মাত্র কিছুজনই হতে পারেন সফল। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একজনের প্রসঙ্গ আপনাদের কাছে উপস্থাপিত করব যাঁর সম্পর্কে জানার পর অবাক হবেন সকলেই।

   

এই প্রসঙ্গে প্রথমেই জানিয়ে রাখি যে, গত ৬ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সিভিল সার্ভিসের ২০২২-এর মেন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এমতাবস্থায়, চলতি বছরে যে প্রার্থীরা UPSC মেইনসের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের IPS নীরজা শাহ (IPS Nirja Shah)। এদিকে, মেইনসের ফলাফল প্রকাশ পাওয়ার পরই নীরজা টুইট করে জানান যে, তিনি নির্বাচিত হননি। পাশাপাশি, তিনি আরও জানান, UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২০-তে সর্বভারতীয় ২১৩ র‌্যাঙ্ক করা সত্বেও ২০২২-এর মেইনস পরীক্ষায় তিনি সফলতা অর্জন করেন নি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নীরজা শাহ বর্তমানে পশ্চিমবঙ্গ ক্যাডারের IPS হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০২০ সালে UPSC পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ২১৩ র‌্যাঙ্ক অর্জন করেন। সেটি ছিল তাঁর তৃতীয় প্রচেষ্টা। তবে, তিনি ফের একবার এই পরীক্ষায় বসে ছিলেন। যদিও, তাঁর চতুর্থ চেষ্টাতে তিনি ব্যর্থ হয়ে যান। আর এই প্রসঙ্গটিই তিনি তুলে ধরেন সবার কাছে।

এদিকে, IPS নীরজা শাহ UPSC-কে একটি “বিনম্র” (Genuinely Humbling) পরীক্ষা হিসাবে বর্ণনা করে টুইট করেছেন। তিনি তাতে লিখেছেন, “২০২০-র UPSC-তে ২১৩ র‌্যাঙ্ক পাওয়ার পর এবার UPSC মেইনস পরীক্ষায় ব্যর্থ হয়েছি। এটি সত্যিই একটি বিনম্র ঘটনা। পরিশেষে আপনি দেখতে পাবেন যে, এই পরীক্ষাটি অনেকগুলি কারণের ওপর থাকে। যা আপনার নিয়ন্ত্রণে নেই।” ইতিমধ্যেই তাঁর এই টুইটটি ভাইরাল হতেও শুরু করেছে নেটমাধ্যমে।

https://twitter.com/nirja04/status/1600116479659155456?cxt=HHwWgICplbzd4LQsAAAA

নীরজা শাহ LAMP ফেলোশিপ পেয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, IPS নীরজা শাহ গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি (GNLU), গান্ধীনগর থেকে এলএলবি পাশ করেছেন। পাশাপাশি, তিনি LAMP ফেলোশিপও পেয়েছেন। এমতাবস্থায়, তিনি ২০২০-তে এই পরীক্ষায় সফল হওয়ার আগে আরও দু’বার চেষ্টা করেছিলেন। তবে, তৃতীয় চেষ্টায় সফল হন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর