পুরো বিশ্বকে সমস্যায় ফেলে এবার চীনে চলছে উৎসব, আক্রোশ বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) ভয়ে বিশ্ব এখন আতঙ্কিত হয়ে রয়েছে। চীনের (Chaina) উহান (Wuhan) প্রদেশ থেকে ছড়িয়ে করোনা ভাইরাস এখন সমগ্র বিশ্বে গ্রাস করে ফেলেছে। সমগ্র বিশ্বের প্রায় ৮ লক্ষেরও বেশি মানুষ এক ভাইরাসের কবলে পড়েছে। এবং প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। তবে ইতিমধ্যেই বেশ কিছু মানুষ সুস্থ হয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ হওয়ার পরও তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। কারণ এই মারণ ব্যাধি আবারও ফিরে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে।

করোনা ভাইরাসের আঁতুড়ঘর উহান প্রদেশকে দীর্ঘ ২ মাস বন্ধ রাখার পর এখন ধীরে ধীরে সতর্কতার সঙ্গে খুলে দেওয়া হচ্ছে। চীনের এই দেশেই প্রথম ধরা পড়ার পর এই ভাইরাস বর্তমানে এখন সমগ্র বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে। এই সময় বিভিন্ন জায়গায় লকডাউন অবস্থা জারী করা হয়েছে। চীনেও লকডাউন অবস্থা জারী থাকায় বিভিন্ন মানুষজন সেখানে আটকা পড়ে গেছিল। এখন পরিস্থিতি কিছুটা সামলাতেই তাঁরা ঘরে ফেরার ব্যবস্থা করছে।

চীনের বাজার আবার আগেও অবস্থায় ফিরে আসছে। খুলে দেওয়া হয়েছে বাজার, রেস্টুরেন্ট। করোনা ভাইরাসের জেরে গত ৬০ দিন ধরে বন্ধ করে রাখা বেজিং জু কে আবার পর্যটকদের জন্য উম্নুক্ত করে দেওয়া হয়েছে। এরই সঙ্গে গ্রেট ওয়াল অফ চায়নাতেও পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে দিয়েছে।

করোনা ভাইরাসের শুরুতে চীনের অধিক জনসংখ্যা আক্রান্ত হলেও, বর্তমানে ইউরোপের দেশগুলোতে এই সংখ্যা বেশি করে নজরে আসছে। চীন এখন সমগ্র বিশ্বের সঙ্গে যুদ্ধস্তরে ঝামলা চালাচ্ছে। কারণ চীনের উহান প্রদেশে শুরু হয়ে এই মারণরোগ সমগ্র বিশ্বকে গ্রাস করে নিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর