সব চোরের টাইটেল মোদি, এই কথার জন্য কোনো ক্ষমা চাইলো না রাহুল গান্ধী

বাংলা হান্ট ডেস্ক : একটি ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়া কংগ্রেস নেতা রাহুল গাঁধী আদালতে হাজির হয়ে কেন সমস্ত চোরেরা মোদী পদবি ভাগ করে নেন? এ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন না রাহুল গান্ধী৷ রাহুল গাঁধীর কাছ থেকে এ ধরনের মন্তব্য শোনার পর আদালতে উপস্থিত অনেকেই চমকে ওঠেন, কিন্তু রাহুলের কাছ থেকে এধরনের মন্তব্য কখনই আশা করা যায় না, তবে  এ দিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বি এইচ কাপাডিয়ার আদালতে হাজির হয়ে গাঁধী সুরাটের পশ্চিম বিজেপি বিধায়ক পূর্ণ মোদী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কি না তা আদালত জানতে চাইলেই তিনি দোষী নন বলে জানিয়ে দেন রাহুল৷e8df641a eb46 11e9 a1fd 918c38724d55

গাঁধীর বয়ান রেকর্ড করার পর তাঁর আইনজীবীরা এই মামলা থেকে স্থায়ী অব্যাহতি পাওয়ার জন্য পরবর্তী শুনানিতে উপস্থিতি আবেদন জানিয়েছিলেন, যদিও মোদীর আইনজীবীরা রাহুল গাঁধীর এই অব্যাহতির আবেদনের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন এবং 10 ডিসেম্বর তারিখে আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার দাবি তুলেছিলেন, তাই গান্ধীর আইনজীবীর তরফে আবেদন পাওয়ার পর আদালতের তরফ থেকে পরবর্তী শুনানির সময় রাহুল গাঁধীর উপস্থিতি দরকার নেই বলে জানিয়ে দেয়৷

তাই চলতি বছরের জুলাইয়ে শেষ শুনানির সময় আদালতের তরফ থেকে গাঁধীর ব্যক্তিগত উপস্থিতি ছাড় দিলেও পরবর্তী শুনানির দিন ধার্য করে 10 অক্টোবর৷ মোদীর অভিযোগ ছিল চলতি লোকসভা নির্বাচনে প্রচার চালানোর সময় রাহুল গাঁধী যে মন্তব্য করেছিলেন তাতে পুরো মোদী সম্প্রদায়কে অপমান করা হয়েছে৷ এর পর আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়৷

সম্পর্কিত খবর