কোথাও ১ টাকা, কোথাও ৫ টাকা, বিশ্বের সবথেকে কম দামে পেট্রোল পাওয়া যায় এই ৩ টি দেশে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের নাম শুনলেই কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরির খড়া চললেও ভারতের বেশিরভাগ রাজ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রোল। একইভাবে অগ্নিমূল্য ডিজেলও, কলকাতাতেও এই মুহূর্তে ১ লিটার পেট্রোলের দাম ১০৬.৭৭ টাকা। একইসঙ্গে ডিজেল রয়েছে ৯৮.০৩ টাকায়। তবে বিশ্বে এমন বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে মাত্র দেড় টাকাতেই পাওয়া যায় এক লিটার পেট্রোল। যদিও ভারত এই মুহূর্তে অতখানি সৌভাগ্যশালী নয়।

ভারতে পেট্রোলের দাম উত্তরোত্তর বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল সরকারি কর। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম যে চিত্র প্রকাশ করেছেন, সেই অনুযায়ী গ্রাহক যদি ১০৩ টাকায় ১ লিটার পেট্রোল কিনে থাকেন তাহলে তেল কোম্পানিগুলি পায় ৪২ টাকা। অন্যদিকে ৩৩% কর নেয় কেন্দ্রীয় সরকার। ২৪ টাকা কর পায় রাজ্য। আর ডিলাররা পান ৪ টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এক্ষেত্রে সরকারের ভূমিকা ঠিক কতখানি।

তবে শুধু যে ভারতেই পেট্রোল এত বেশি মহার্ঘ তা কিন্তু নয়। বরং যে বিশ্বের যে পাঁচটি দেশের পেট্রোল সবথেকে বেশি দামি তালিকায় নেই ভারতের নাম। বিশ্বের সবথেকে দামি পেট্রোল মেলে হংকংয়ে এখানে ১ লিটার পেট্রলের দাম ২.৪৮৫ ডলার অর্থাৎ ১৮৬.১৭ টাকায়। তালিকায় এর ঠিক পরেই রয়েছে নেদারল্যান্ডস, এখানে পেট্রোলের দাম ২.১৭৮ ডলার অর্থাৎ ১৬৩.১৭ পয়সা। তৃতীয় দেশ যেখানে পেট্রোল সবচেয়ে দামি তার নাম নরওয়ে। এখানে ১ লিটার পেট্রোলের দাম ২.০৫৬ ডলার ১৫৪.১৭ টাকা। চতুর্থ স্থানে রয়েছে আফ্রিকান রিপাবলিকান। এখানে ভারতীয় মুদ্রায় এক লিটার পেট্রোলের দাম ১৫৩.৫৮ টাকা। পাঁচ নম্বরে রয়েছে মোনাকো যেখানে ১ লিটার পেট্রলের দাম ২.০০৩ ডলার বা ১৫০.০৬ টাকা।

The owners of 3,000 petrol pumps went on a statewide strike

আসুন এবার আসা যাক এমন দেশের কথায় যেখানে পেট্রোলের দাম ১ লিটার মিনারেল ওয়াটারের থেকেও কম। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে জলের থেকেও সস্তা পেট্রোল। এই তালিকায় প্রথমেই রয়েছে ভেনেজুয়েলা, এখানে এক লিটার পেট্রোলের দাম ০.০২ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১.৫০ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। এখানে ১ লিটার পেট্রোল পাবেন মাত্র ০.০৬৭ ডলারে ভারতীয় মুদ্রায় মাত্র ৫.০২ টাকা। এই তালিকার বাকি তিনটি দেশে অবশ্য পেট্রোল কিছুটা দামি তবে ভারতের দিক থেকে বিচার করতে গেলে আকাশ-পাতাল তফাৎ নজরে পড়বে। তৃতীয় যে দেশে সবচেয়ে সস্তা পেট্রোল মিলে তা হল অ্যাঙ্গোলা, এখানে এক লিটার পেট্রোল পাওয়া যায় মাত্র ১৮.৬৫ টাকায়। চতুর্থ স্থানে রয়েছে আলজেরিয়া, ভারতীয় মুদ্রায় এখানে পেট্রোলের দাম ২৫.৭৭ টাকা প্রতি লিটার। পঞ্চম স্থানে রয়েছে কুয়েত, এখানে এক লিটার পেট্রোল আপনি পাবেন মাত্র ২৬.১৫ টাকায়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর