মুসলিম মহিলাদের নির্বাচনী টিকিট দেওয়া ইসলাম বিরোধী! বিতর্কিত বয়ান জামে মসজিদের শাহী ইমামের

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আবহে গুজরাটে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। আগামীকাল অর্থাৎ ৫ ডিসেম্বর রাজ্যে দ্বিতীয় দফার ভোট হবে। দ্বিতীয় দফায় ১৪টি জেলার ৯৩টি বিধানসভা আসনে ভোট হবে। আর এই দ্বিতীয় দফার ভোটের আগে বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আহমেদাবাদের জামে মসজিদের শাহী ইমাম শাব্বির আহমেদ সিদ্দিকী। তিনি রাজনৈতিক দলগুলোকে মুসলিম মহিলাদের টিকিট দেওয়াকে ইসলামবিরোধী বলেছেন। তিনি বলেন, এতে তার ধর্ম দুর্বল হচ্ছে।

গুজরাট বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, রাজ্যের রাজধানীর জামে মসজিদের শাহী ইমাম মুসলিম মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণের নিন্দা করেছেন। তিনি বলেন, মুসলিম নারীদের নির্বাচনী টিকিট দেওয়া ইসলাম বিরোধী। এর মাধ্যমে তারা ধর্মকে দুর্বল করার চেষ্টা করছে। শাহী ইমাম শাব্বির আহমেদ সিদ্দিকী প্রশ্ন করেন যে, পুরুষরা কী নেই যে মহিলাদের ভোটে দাঁড়াতে হবে?

গুজরাটে মুসলিম ভোট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন যে, গুজরাটে তৃতীয় কোনো দলের সুযোগ নেই। আম আদমি পার্টিকে নিশানা করে তিনি বলেন যে, এর আগেও অনেকে এসেছিল আর চলেও গিয়েছে। এমন পরিস্থিতিতে তৃতীয় পক্ষের কারণে কংগ্রেসের সঙ্গে বেইমানি করলে ঠিক হবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর