তৃণমূলের নামে তোলা চেয়ে না পাওয়ায় তিনজনকে অপহরণ, মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক চিঠি শিল্পপতির

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) গোয়ায় গিয়ে বাংলার (west bengal) উন্নয়ন, শিল্পের বড়াই করছেন, আর অন্যদিকে তাঁরই দলের নাম করে, তোলা না দেওয়ায় অপহরণ করা হচ্ছে নামকরা রিয়েল এস্টেট গ্রুপের ইঞ্জিনিয়ারদের। এমনই অভিযোগ করে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মহেশ আগরওয়াল চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রীকে করা মেলে আমাজনের লজিস্টিক হাব ও ম্য়ারিয়ট গ্রুপের একটি রিসর্ট- এই দুটি প্রজেক্টের নাম উল্লেখ করা হয়েছে। তোলাবাজি না দেওয়ায় হুগলিতে চলমান এই দুটি হাজার কোটি টাকার প্রজেক্টের তিনজন ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে সংস্থা।

tmc flag

সংস্থার এমডি জানিয়েছেন, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন রাজীব বসু রায় নামে এক ব্যক্তি। তাঁর পক্ষ থেকে ৫০ হাজার টি সার্টের দাবি আসে দুর্গাপুজোর সময়। এরপর কোম্পানি জানায়, একটি টি সার্টের দাম যদি ৭০ টাকা হয়, তাহলে ৩৫ লক্ষ টাকা খরচ করতে হবে কোম্পানিকে। কিন্তু তারপর মাত্র ৫ হাজার টি শার্ট চেয়ে মেসেজ আসে কোম্পানির কাছে।

এরপর তিনি জানান, এই ঘটনার পর গত ২৮ শে অক্টোবর সেই ব্যক্তি তোলা চাওয়ায়, তাঁকে না দেওয়ায় রাজনৈতিক ক্ষমতা দেখাবে বলে হুমকি দিয়ে যায়। আর তারপরদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বর যুক্ত সাদা রঙের স্করপিও গাড়িতে করে লোকজন এসে তিনজন ইঞ্জিনিয়ারকে টাকার বিনিময়ে তুলে নিয়ে যায়। আর বলে টাকা না দিলে, তাঁদের ছাড়া হবে না।

এরপরই মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়ে চিঠি লেখেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মহেশ আগরওয়াল। চিঠিতে লেখেন, রাজ্যের শান্তির পরিবেশ ও বিনিয়োগের পরিবেশকে বিঘ্নিত করছে এইসব গুণ্ডারা। মুখ্য়মন্ত্রীর দফতরে এই ইমেল যাওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসক দল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর