রাজ্যের অঙ্গনওয়ারি কেন্দ্রে নিয়োগ হবে তিন হাজার সুপারভাইজার পদে

বাংলাহান্ট ডেস্কঃ  প্রায় দেড় দশক পরে  সুপারভাইজার পদে  নিয়োগ করতে চলেছে রাজ্য। শূন্যপদ প্রায় তিন হাজার। ১৫ বছর ধরে নিয়োগ না হওয়ায় এত বিশাল শূন্যপদ তৈরী হয়েছে বলে জানানো হয়েছে। এবার

পাবলিক সার্ভিস কমিশন এই শূন্যপদ গুলিতে প্রায় তিন হাজার কর্মী নিয়োগ করবে।

 

এই মুহুর্তে রাজ্যে প্রায় দু’হাজারের সুপারভাইজার রয়েছে রাজ্য সরকারের অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেগুলিতে কাজের গতি আনতে আরও ৩ হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে৷ নিয়োগে স্বচ্ছতা আনতে পিএসসিকে দেওয়া হচ্ছে নিয়োগের দায়িত্ব৷

শূণ্যপদে নিয়োগের প্রাথমিক পরীক্ষাটি হয়েছিল গত সেপ্টেম্বরে। আগামী মার্চে সফল প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে। এপিল মাসে হবে চূড়ান্ত পরীক্ষা। তারপর প্রার্থীদের নেওয়া হবে ইন্টারভিউ৷ ৫০ শতাংশ পদে সুপারভাইজার নিয়োগ করা হবে নতুন প্রার্থীদের৷ বাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলাদের জন্য সংরক্ষিত৷

এই পদে শুরুতেই পাবে  বেতন হবে প্রায় ৩৬ হাজার টাকা৷ মূলত অঙ্গনওয়ারি কেন্দ্রে মহিলা কর্মীরা যে কাজ করে তাদের সুপারভাইজার হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি দিতে হবে কর্মীদের প্রশিক্ষনও। দপ্তরে রিপোর্ট পাঠানোরও কাজ  করতে হবে এই সুপার ভাইজারদের।

রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী ও সহায়িকা মিলিয়ে এখন দুই লক্ষের কিছু বেশি মহিলা কর্মী কাজ করেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন এখন যথাক্রমে সাড়ে সাত হাজার ও সাড়ে পাঁচ হাজার টাকার আশপাশে। সেখানে সুপারভাইজররা সরকারি স্থায়ী কর্মীদের হারে বেতন ও অন্যান্য সব সুযোগসুবিধা পান।

 

 

সম্পর্কিত খবর