হুড়হুড়িয়ে নামবে তাপমাত্রা! টানা ৫ দিন তুমুল ঝড়ে কাঁপবে এই ১৫ জেলা, জারি সতর্কতা, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ফের রাজ্য জুড়ে চলবে বিধ্বংসী ঝড়ের তান্ডব। আবহাওয়া দফতর ( Weather Office) সূত্রে খবর, মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭মে টানা পাঁচ দিন রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে৷

রাজ্যের কিছু জায়গায় ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রুয়েছে। ঝড়বৃষ্টির কারণে আজ থেকে গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ সামান্য কিছুটা কমার সম্ভাবনা রয়েছে৷

মঙ্গল ও বুধবার রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহর কলকাতাতেও (Kolkata) ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই মঙ্গলবার কমলা ও বুধবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে।

অন্যদিকে, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে আরও বেশি, ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিমি। কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather): আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের সব জেলাতেই ২৭ মে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি বহাল থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর