কলকাতা জুড়ে টিকিটের হাহাকার! ৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

দেশের মাটিতে শুরু হয়েছে ঐতিহাসিক পিঙ্ক বলের টেস্ট ম্যাচ। আর এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় বোলাররা। ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে প্রথম দিনে মাত্র 106 রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। এই ঐতিহাসিক দিন রাত্রি টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরে ছিল এক অন্য মাত্রায় উন্মাদনা। আর তাই ম্যাচ শুরু হওয়ার আগেই প্রথম তিন দিনের টিকিট পুরোপুরিভাবে শেষ হয়ে যায়।

আর টিকিটের বিশাল পরিমাণ চাহিদার ফলে শুরু হয় টিকিট ব্ল্যাক। ভারতের যে সমস্ত ক্রিকেট পাগল ভক্তরা রয়েছেন তারা প্রথমে কাউন্টারে টিকিট না পেয়ে যেকোন মূল্যে টিকিট কিনতে রাজি হয়। আর এরই ফায়দা তুলে নেয় বেশ কয়েকজন অসাধু লোকজন। জানা গিয়েছে 50 টাকার টিকিট 500 টাকা এবং 100 টাকার টিকিট হাজার টাকা তে ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে।

Pink ball SG

যদিও পুলিশকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানিয়েছেন যে এই ব্যাপার এখনো পর্যন্ত কোনো অভিযোগ তাদের কাছে আসেনি, অভিযোগ এলে নিশ্চয়ই এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভারত বাংলাদেশের প্রথম দিনরাত্রি টেষ্ট ইতিমধ্যেই জমে গিয়েছে। পুরো কলকাতা শহর গোলাপি রঙে সেজে উঠেছে। আর এই সুন্দর পরিবেশে টিকিট না পেয়ে এই মুহূর্তে কলকাতায় অনেক ক্রিকেটপ্রেমী টিকিটের জন্য এখনো পর্যন্ত হাহাকার করছে। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে বেশ কিছু অসাধু মানুষ।

আর এরই সুযোগ নিয়ে কালোবাজারি শুরু করেছেন বেশ কয়েকজন অসাধু মানুষ। 50 টাকার টিকিট 10- 12 গুণ বৃদ্ধি করে 500 থেকে 600 টাকায় বিক্রি করছে। অপরদিকে 100 টাকার টিকিট বিক্রি করছে হাজার টাকায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর