কোন তৃতীয় ব্যক্তির কারনে সম্পর্ক ভাঙল টাইগার-দিশার?

 

বাংলা হান্ট ডেস্ক: বি-টাউনে টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্কের ব্যপারে উড়ো খবর শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। প্রায়ই মুম্বই-এর বিভিন্ন রেস্তোরাঁতে একসঙ্গে প্রায়ই দেখা যেত এই জুটিকে। প্রকাশ্যে কোনোদিন নিজেদের প্রেমকে স্বীকার করেননি টাইগার ও দিশা। তাঁদের সম্পর্কর বিষয় জানতে চাইলে শুধুমাত্র ‘ভাল বন্ধু’ বলেই এড়িয়ে গিয়েছেন বহুবার। সম্প্রতি, টাইগার-দিশার একজন ঘনিষ্ঠ বন্ধু একটি সংবাদপত্রের সঙ্গে ‘পিঙ্কভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, তারা দুজন এই সম্পর্কে ইতি টানতে চলেছে।

 

তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরেই টাইগার-দিশার সম্পর্ক বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই দুজনে সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্ক তারা আর রাখবে না।” তিনি আরও বলেন, “ওরা দুজনে অনেক আলাদা। তাও একে অপরের সঙ্গে থাকবে বলেই এতদিন সম্পর্ক টিকিয়ে রেখেছিল। কিন্তু এখন ওরা ঠিক করেছে শুধুমাত্র বন্ধু হয়েই থাকবে।”

উরো খবরে শোনা যাচ্ছে শিবসেনা প্রাধাণ উদ্ভব ঠাকরের ছেলে আদিত্যর সঙ্গে দিশার বন্ধুত্বই এই সম্পর্কের ইতি কারণ। তার কারণেই নাকি দিশার সঙ্গে টাইগারের দূরত্ব তৈরি হয়েছে বলে খবর।

d7a16 img 20190626 wa0006 1

অন্যদিকে আরও একটি সূত্রে খবর দিশা-টাইগারের সম্পর্ক শেষ হওয়ার খবর পুরোটাই গুজব। টাইগার ও দিশা একসঙ্গেই আছে। গতকালই তাঁদের রেস্তোরাঁয় দেখা গিয়েছে। কিছুদিন আগেই দুজনকে মুম্বই-এর একটি রেস্তোরাঁর বাইরেও দেখা গিয়েছিল। অনুরাগীদের ভিড় থেকে ‘ডি’কে আগলে রাখতেও দেখা যায় তাঁর ‘টিগ্গি’কে। শুধু তাই নয়, দিশার জন্মদিনে দুজনের একটি নাচের ভিডিয়োও শেয়ার করেছিলেন টাইগার তার সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত, শেষবার সলমান-ক্যাটরিনা অভিনীত ‘ভারত’ ছবির ‘স্লো মোশন’ গানে দেখা গিয়েছিল দিশা পাটানিকে।এখন অবশ্য মোহিত সুরি পরিচালিত তাঁর আগামী ছবির ‘মলং’-এর শ্যুটিং-এ ভীষন ব্যস্ত।দিশা র সাথে এই ছবিতে দেখা যাবে আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুণাল খেমুকে। টাইগারকে শেষবার দেখা গিয়েছিল পরিচালক পুণিত মালহোত্রার ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে।


সম্পর্কিত খবর