করোনা সংক্রমণ কর্মচারীর শরীরে, খুলতে না খুলতেই ফের দুদিনের জন‍্য বন্ধ তিরুপতি মন্দির

বাংলাহান্ট ডেস্ক: খুলতে না খুলতেই ফের বন্ধ হয়ে গেল তিরুপতি মন্দির (tirupati temple)। মন্দিরের এক কর্মচারীর (employee) করোনা (corona) সংক্রমণ ধরা পড়ায় তড়িঘড়ি মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দু দিনের জন‍্য ভক্তদের জন‍্য বন্ধ হয়ে গেল মন্দিরের দরজা।
মন্দির কর্তৃপক্ষ জানান, এই প্রথম মন্দিরের কর্মচারীদের মধ‍্যে করোনা সংক্রমণ ঘটল। গোবিন্দ রাজ স্বামী মন্দিরের ভেতর নিষিদ্ধ করা হয়েছে ভক্তদের প্রবেশ। জানা গিয়েছে, করোনায় আক্রান্ত ওই কর্মী খাস মন্দিরের স্বাস্থ‍্য বিভাগে কর্মরত ছিলেন।

Tirupati1 1

লকডাউন শুরু হওয়ার পর গত ২০ মার্চ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল তিরুপতি মন্দির। সম্প্রতি লকডাউন ওঠার পর গত সোমবার খোলে মন্দিরের দরজা। তবে যথাযোগ‍্য নিয়ম, স্বাস্থ‍্যবিধি মেনেই মন্দিরে প্রবেশ করানো হচ্ছিল ভক্তদের।
লাইনে ৫ থেকে ৬ ফুটের দূরত্ব বজায় রাখা, সবার মাস্ক পরা বাধ‍্যতামূলক করা, স্পর্শহীন পরিষেবা এবং লাইনে দাঁড়ানোর আগে সবাইকে জীবানুমুক্ত করার মত নিয়মবিধি পালন চলছিল মন্দির খোলার পর। নেওয়া হয়েছিল বিশেষ কিছু সতর্কতামূলক ব‍্যবস্থাও।
তিরুপতি মন্দিরে কর্মচারীর সংখ‍্যা মোট ৭ হাজার। এছাড়া বাইরে থেকেও প্রায় ১০ হাজারের অধিক মানুষ নানা ভাবে পরিষেবা দেন এই মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, লকডাউনের পর ভক্তদের জধ‍্য মন্দির খোলার আগে কর্মচারীদের নিয়ে সতর্কতামূলক মহড়াও দেওয়া হয়েছিল। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ভক্তদের জন‍্য আপাতত মন্দির বন্ধ থাকলেও পুজো বন্ধ রাখা হবে না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর