বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়াল (serial) জগতে এখন অন্যতম জনপ্রিয় মুখ ‘কৃষ্ণকলি’ (krishnakali) তিয়াশা রায় (tiyasha roy)। জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালে শ্যামার চরিত্রে অভিষেক করেই দর্শকদের মনে গেঁথে বসেছেন তিনি। মিষ্টি লুকস, সঙ্গে অনবদ্য অভিনয় প্রতিভা রাতারাতি সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে তিয়াশাকে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সিরিয়ালের টিআরপিও।
সোশ্যাল মিডিয়াতেও একই রকম জনপ্রিয় তিয়াশা। অনুরাগীদের মন ভালই বোঝেন তিনি। আর তাই তো শুটিং সেটের ছবি থেকে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সবই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। পাশাপাশি নিজের ছবি পোস্ট তো আছেই। সিরিয়ালে সবসময় শাড়িতে সাদামাটা রূপে দেখা গেলেও বাস্তব জীবনে কিন্তু বেশ ফ্যাশনিস্তা তিয়াশা।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সিরিয়ালের সাদামাটা সংষ্কারি গৃহবধূর লুক ছেড়ে রীতিমতো চোখ ধাঁধানো রূপে ধরা দিয়েছেন তিয়াশা। থাই হাই স্লিটের একটি হলুদ গাউন পরে লেন্সবন্দি হয়েছেন তিনি। সঙ্গে পায়ে হাই হিলস। চোখ ফেরানো যাচ্ছে না তিয়াশার দিক থেকে। আট হাজার লাইক পড়ে গিয়েছে ছবিটিতে।
https://www.instagram.com/p/CQY7xjepyB4/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CQX3dUmHSlS/?utm_medium=copy_link
সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি প্রায়ই নিত্য নতুন ফটোশুট করতে থাকেন তিয়াশা। এর আগে ট্র্যাডিশনাল পোশাকে কয়েকটি ছবি তুলেছিলেন অভিনেত্রী। হালকা সবুজ ক্রিম রঙা লেহেঙ্গা চোলিতে মোহময়ী সাজে ধরা দিয়েছিলেন তিয়াশা। ট্র্যাডিশনাল লুকে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/CQMDUa-hmM1/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CPvovbOBSY6/?utm_medium=copy_link
প্রসঙ্গত, অতি সম্প্রতি হাজার পর্ব পার করেছে কৃষ্ণকলি সিরিয়াল। ২০১৮ তে শুরু হয়েছিল এই ধারাবাহিক। যত দিন গিয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে সিরিয়ালটির জনপ্রিয়তা। সেই সঙ্গে নিখিল শ্যামার জুটিও হয়ে উঠেছে সুপারহিট। এখন নিখিল শ্যামার বয়স হয়েছে। মেয়ে কৃষ্ণার বিয়েও হয়ে গিয়েছে। কিন্তু দুজনের সম্পর্কে রসায়ন এতটুকুও ফিকে হয়নি।
শুটিং সেটে বড়সড় কেক কেটে গোটা টিম মিলে সেলিব্রেট করা হয়েছে কৃষ্ণকলির এই নতুন মাইলফলক। সেখানে সবার সামনেই শ্যামা ওরফে তিয়াশা ঘোষনা করেছেন তাঁর এবার নাতি চাই। অনস্ক্রিন মেয়ে কৃষ্ণার বিয়ে হয়ে গিয়েছে। এবার নাতি তো শ্যামা চাইতে পারে। কাজেই বোঝা যাচ্ছে যে কৃষ্ণকলির দৌড় কিন্তু এত তাড়াতাড়ি থামবে না।