তৃণমূল নেতার বাড়িতে লুঠপাট, অভিযুক্ত দলেরই অঞ্চল সভাপতি! দিনহাটায় তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য একাধিক ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি। একের পর এক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা মন্ত্রীদের জড়িত থাকায় কোণঠাসা শাসক দল। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জনসমক্ষে দলের ভাবমূর্তি গড়ে তুলতে ব্যস্ত তৃণমূল দল।

তবে এর মাঝেই দলের ভিতর গোষ্ঠী কোন্দল ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে আর এবার গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Coochbehar) দিনহাটার (Dinhata) ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকা।

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি পরিবর্তনের কারণে ইতিমধ্যে তোলপাড় বাংলার একাধিক প্রান্ত। কয়েকদিন পূর্বেই দলের ভিতর গোষ্ঠী কোন্দলের চিত্র উঠে আসে দিনহাটা টু ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায়, যেখানে গোষ্ঠী সংঘর্ষের কারণে বহু মানুষ জখম হন। আর এবার সেই একই ঘটনার সাক্ষী থাকলো দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দ্বিতীয় খন্ড ভাগ্নি এলাকা।

এক্ষেত্রে এলাকায় প্রাক্তন অঞ্চল সভাপতির এক অনুগামীর বাড়ি ভাঙচুর এবং লুটপাঠ করার পাশাপাশি তাকে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতের দিকে জয়ন্ত সরকার নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর এবং লুটপাঠ চালায় দুষ্কৃতীদের দল। পরবর্তীতে বন্দুক দেখিয়ে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়।

Untitled design 2022 08 27T172746.021

উল্লেখ্য, জয়ন্ত সরকার এলাকায় প্রাক্তন অঞ্চল সভাপতি ভবন বর্মনের অনুগামী। এই ঘটনায় আবার অভিযোগের আঙ্গুল উঠেছে এলাকার বর্তমান অঞ্চল সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় নজরুল ইসলামের লোকেদের হাত রয়েছে বলে অভিযোগ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান অঞ্চল সভাপতি। তিনি বলেন, “এ ধরনের কোন ঘটনা এলাকায় ঘটেনি।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর