গোয়ায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, ১১ জনের মধ্যে দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : গোয়ায় বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে। এবার গোয়ায় বিধানসভা নির্বাচনে ১১টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। মোট ৪০ টি আসনের মধ্যে প্রথম দফায় ১১টিতেই প্রার্থী দিল ঘাসফুল শিবির।

সদ্য প্রকাশিত এই প্রার্থী তালিকায় রয়েছে গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সদ্য দলে যোগ দেওয়া গোয়া ফরওয়ার্ড পার্টির এক নেতার নামও। ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের হয়ে গোয়ায় লড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী  চার্চিল আলেমাও। কিন্তু সেবার পরাজয়ের পরই  ন্যাশানাল কংগ্রেস পার্টিতে যোগ দেন তিনি। এবার গোয়ায় বিধানসভা ভোটের আবহে হালেই আবার দলে ফিরেছেন আলেমাও। টিকিট পেয়েছেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিওও।

ভোটের প্রাক্কালে গোয়ায় তৃণমূলের প্রতিপত্তি বৃদ্ধির পর জাতীয় কংগ্রেস ছেড়ে ঘাসফুলের ছায়ায় এসেছেন অনেক নেতাই। দলে এই ভাঙন ধরানো নিয়ে তৃণমূলের উপর কার্যতই বিরক্ত জাতীয় কংগ্রেস। এবার কংগ্রেসের সহযোগী দল গোয়া ফরওয়ার্ড পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ১ দিনের মধ্যেই টিকিট পেলেন জগদীশ বোবে।

সম্প্রতি গোয়ায় তৃণমূলের জোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। তাদের অভিযোগ রাজ্যে বিরোধী ভোট ভাগ করতে চায় তৃণমূল। এই  প্রসঙ্গে  ট্যুইটে অবশ্য কড়া জবাব দিয়েছেন গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। সোমবারই গোয়ায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই বিরোধী শিবিরে ভাঙনের ফলে এককাঠি এগিয়ে রয়েছে বিজেপি। এহেন পরিস্থিতিতে তৃণমূলের প্রার্থী বাছাই কতখানি ফলপ্রসূ হবে তা দেখতে ১০ মার্চ ফলপ্রকাশের দিকেই তাকিয়ে গোটা দেশ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর