দুর্দান্ত ফল করেও মমতার মন্ত্রী সভায় এবারও ব্রাত্য জেলার নেতৃত্বরা, রমরমা কলকাতার

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধাসভায় অভূতপূর্ব ফল করার পর আবারও বাংলার ক্ষমতায় ফিরেছে তৃণমূল (tmc)। হ্যাট্রিক করে তৃতীয়বারের জন্য আবারও বাংলার মুখ্যমন্ত্রী পদে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পর্যায়ক্রমিকভাবে বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণের পর মন্ত্রীর তালিকা তৈরি করল তৃণমূল। সেই তালিকায় স্থান পেলেন ২৪ জন বিধায়ক পূর্ণমন্ত্রী, ৯ জন প্রতিমন্ত্রী আর ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ।

তবে এই মন্ত্রীর তালিকায় কলকাতার বিধায়কদের সংখ্যাই বেশি রয়েছে, দেখে নিন তালিকা-

WhatsApp Image 2021 02 03 at 19.44.01

কলকাতা- জয়ী ১১ জন বিধায়কের মধ্যে ৭ জন পূর্ণমন্ত্রী করা হয়েছে।
উত্তর ২৪ পরগনা- ৩৩ টির মধ্যে ২৮ টি আসনে জয়ী হয়ে সেখান থেকে ৪ জনকে পূর্ণমন্ত্রী এবং ২ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনা- ৩১ টির মধ্যে ৩০ টি আসনে জয়ী হয় তৃণমূল। সেখানে ২ জন পূর্ণমন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী পদ পেয়েছেন।

TMC women20160424

নদীয়া- ১৭ টির মধ্যে ৮ টি আসন পাওয়ার পর সেখানে ১ জনকে পূর্ণমন্ত্রী করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর- ১৫ টি আসনের মধ্যে ১৩ টি আসনে জয়লাভ করে তৃণমূল। সেখান থেকে ১ জন পূর্ণমন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং ১ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন।
পূর্ব মেদিনীপুর- ১৬ টির মধ্যে ৯ টি আসন পেয়ে সেখান থেকে মাত্র ১ জনকে পূর্ণমন্ত্রী করা হয়েছে।
পশ্চিম বর্ধমান- ৯ টির মধ্যে ৬ টি আসন পাওয়ার পর ১ জনকে পূর্ণমন্ত্রী হয়েছেন।
হাওড়া- ১৬ টিই আসন পেয়েও সেখান থেকে ২ জন পূর্ণমন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী হয়েছেন।
উত্তর দিনাজপুর- ৯ টির মধ্যে ৭ টি আসন পেয়ে ১ জনকে পূর্ণমন্ত্রী করেছে তৃণমূল শিবির।
দক্ষিণ দিনাজপুর- ৬ টির মধ্যে ৩ টি আসন পেয়েছে এবং ১ জনকে পূর্ণমন্ত্রী করেছে।

1620003624 raj celebration

বীরভূম- ১১ টি আসনের মধ্যে ১০ টি আসন পেয়েছে তৃণমূল এবং সেখান থেকে মাত্র ১ জনকে পূর্ণমন্ত্রী করা হয়েছে।
পূর্ব বর্ধমান- ১৬ টির মধ্যে ১৬ টি আসন পাওয়ার পর শুধুমাত্র ২ জনকে পূর্ণমন্ত্রী করা হয়েছে এখান থেকে।
বাঁকুড়া- ১২ টি আসনের মধ্যে এখানে ৪ টি আসনে জয়ী হয়ে ১ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে।
হুগলি- এখানে ১৮ টির মধ্যে ১৪ টি আসন পাওয়ার পর ৩ জনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।

1619974515 birbhumjpg

জলপাইগুড়ি- ৭ টির মধ্যে ৩ টি আসন পাওয়ার পর ১ জনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।
মুর্শিদাবাদ- ২০ টি আসনের মধ্যে ১৮ টি আসন জেতার পর ১ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী হয়েছে।
পুরুলিয়া- ৯ টির মধ্যে ৩ টি আসন পেয়ে ১ জনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।
মালদহ- ১২ টির মধ্যে ৮ টি আসন পাওয়ার পর প্রতিমন্ত্রী করা হয়েছে ১ জনকে।
ঝাড়গ্রাম- ৪ টির মধ্যে ৪ টি আসন পেয়েও ১ জন প্রতিমন্ত্রী হয়েছেন এখানে।
কোচবিহার- ৯ টি আসনের মধ্যে ২ টিতে জয়ী হওয়ার পর ১ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর